অক্ষয় কুমার সম্প্রতি প্রকাশ করেছেন যে, কেন তিনি রাজীব ভাটিয়া থেকে নিজের নাম বদলে অক্ষয় কুমার করেছিলেন। গালাটা প্লাসের সঙ্গে কথা বলার সময় অক্ষয় প্রকাশ করেন যে, কোনও পুরোহিতের পরামর্শে নিজের নাম পরিবর্তন করেননি, তার এই পদক্ষেপের পিছনে ছিল অন্য একটি কারণ।
‘এটা ভালো নাম, কিন্তু…’
১৯৮৭ সালে মহেশ ভাটের 'আজ' ছবি দিয়ে বলিউডে পা রাখেন অক্ষয়। তবে তিনি এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন না, ছিলেন কুমার গৌরব। কিন্তু মুহূর্তটি তার জন্য এতটাই তাৎপর্যপূর্ণ ছিল যে, তিনি নিজের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আপনি কি জানেন ছবিতে কুমার গৌরবের নাম কী ছিল? অক্ষয়। এভাবেই আমার নাম হয়েছে। এটা অনেকেই জানেন না। তো, আমার আসল নাম রাজীব, এবং শুটিংয়ের সময় আমি ক্যাজুয়ালি জিজ্ঞেস করেছিলাম ছবির নায়কের নাম কী, ওরা বলল অক্ষয়, আমি ওদের বলেছিলাম, আমি আমার নাম অক্ষয় রাখতে চাই!’
আরও পড়ুন: ছেলে-মেয়েদের শেখানো হচ্ছে প্যাড-ট্যাম্পন-মেনস্ট্রুয়াল কাপের ব্যবহার,পিরিয়ডস সচেতনাতায় শুভশ্রী
তিনি আরও বলেন যে, সেই সময় রাজীব গান্ধী প্রধানমন্ত্রী। অক্ষয়ের কথায়, রাজীব একটা ভালো নাম এবং আমার মনে হয় তখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী বা অন্য কিছু ছিলেন। সুতরাং এটি একটি দুর্দান্ত নাম ছিল তবে আমি এটি পরিবর্তন করেছি এমনিই। এমন নয় যে, কোনও পণ্ডিত আমাকে আমার নাম পরিবর্তন করার পরামর্শ দিয়েছিলেন! বাবাও আমাকে জিজ্ঞেস করলেন, কেন নাম বদলাচ্ছি? কিন্তু আমি ওঁকে একই কথা বলেছিলাম, ‘আমার প্রথম ছবিতে নায়কের নাম এরকম, তাই রাখব’!
আরও পড়ুন: চোখ গোল গোল, মুখ হাঁ! আম্বানির বিয়ের খাবার খেয়ে এ কী হল ধোনি-কন্যা জিভার
সম্প্রতি মুক্তি পাওয়া 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' ও 'সরফিরা' ছবিতে দেখা গেছে অক্ষয়কে। 'খেল খেল মে', 'স্কাই ফোর্স', 'সিংঘম এগেইন', 'জলি এলএলবি থ্রি', 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল', 'হেরা ফেরি থ্রি', 'শঙ্কর'-এর মতো অসংখ্য ছবি রয়েছে তাঁর ঝুলিতে।
আরও পড়ুন: সরস্বতীর বাস শ্রেয়ার গলায়! রবিবারের আসর জমাতে এ কী গাইলেন শ্রেয়া আম্বানিদের বিয়েতে
আপাতত করোনা আক্রান্ত হয়ে তিনি গৃহবন্দী। এমনকী, শেষের দিকে আর সরফিরা-র প্রোমোশনও করতে পারলেন না। থাকতে পারেননি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেও।