বাংলা নিউজ > বায়োস্কোপ > Akshay Kumar: অক্ষয়ের দেশাত্মবোধক ছবির কাজ করবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক, মুক্তি কবে?

Akshay Kumar: অক্ষয়ের দেশাত্মবোধক ছবির কাজ করবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক, মুক্তি কবে?

অক্ষয়ের দেশাত্ববোধক ছবির কাজ করবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক, মুক্তি কবে?

Akshay Kumar: তিরাঙ্গার জন্য প্রত্যাশা তৈরি হওয়ার সাথে সাথে অক্ষয় কুমার এবং সঞ্জয় পুরান সিং চৌহানের মধ্যে সহযোগিতা বলিউডে একটি নতুন আখ্যান দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

কেশরী , এয়ারলিফ্ট , রুস্তম এবং গোল্ডের মতো দেশপ্রেমিক চলচ্চিত্রের জন্য বিখ্যাত বলিউডের খ্যাতিমান তারকা অক্ষয় কুমার তিরাঙ্গাতে অভিনয় করতে চলেছেন । এই ছবির জন্য পরিচালক সঞ্জয় পুরান সিং চৌহানের সাথে কাজ করতে চলেছেন । বলিউড হাঙ্গামার মতে, সঞ্জয় পুরান সিং চৌহানকে বোর্ডে আনার সিদ্ধান্তটি অক্ষয় কুমারের সঙ্গে প্রযোজক, অশ্বিন ভার্দে, সুভাষ কালে এবং নরেন্দ্র হিরাওয়াতের দ্বারা একটি সুবিবেচিত পছন্দ ছিল।

আরও পড়ুন: (‘আপনার ত্বক তো…’ বডি শেমিংয়ের শিকার নীনা-কন্যা, বিদ্রুপের জবাবে কী বললেন মাসাবা?)

চৌহান প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে সমন্বিত একটি মহাকাশ-থিমযুক্ত চলচ্চিত্র চাঁদমামা দূর কে পরিচালনা করতেও সেট করেছিলেন, কিন্তু সেই প্রকল্পটিও বাস্তবায়িত হয়নি। তিরাঙ্গার জন্য প্রত্যাশা তৈরি হওয়ার সাথে সাথে অক্ষয় কুমার এবং সঞ্জয় পুরান সিং চৌহানের মধ্যে সহযোগিতা বলিউডে একটি নতুন আখ্যান দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে চিত্রগ্রহণ শুরু হওয়ার প্রত্যাশিত। ভক্তরা এই উত্তেজনাপূর্ণ প্রকল্প সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য আগ্রহী। এটি ছাড়াও, অক্ষয় কুমারের কাছে বহুল প্রত্যাশিত রোহিত শেঠির সিংগাম এগেইন এবং সম্প্রতি ঘোষিত ভূত বাংলা সহ চলচ্চিত্রগুলির একটি উত্তেজনাপূর্ণ লাইনআপ রয়েছে । পরবর্তী এই ছবিটি ১৪ বছর পর পরিচালক প্রিয়দর্শনের সাথে তাঁর  পুনর্মিলনকে চিহ্নিত করে। এটি একটি হরর-কমেডি অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়। অক্ষয় তাঁর জন্মদিনে ছবিটির প্রথম লুক শেয়ার করেছেন। এই সহযোগিতার জন্য উত্সাহ প্রকাশ করেছেন, যা ২০২৫  সালে মুক্তি পেতে চলেছে।

আরও পড়ুন: (জওয়ানে অভিনয় করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার কন্টেন্ট ক্রিয়েটর ভিরাজ! বললেন...)

জানা গিয়েছে, চলতি বছরের শেষের দিকে অক্ষয় কুমারকে নিয়ে এই সিনেমার শুটিং শুরু করবেন প্রিয়দর্শন। সিনেমার সিংহভাগ শুটিং হবে কেরালা, শ্রীলঙ্কা এবং গুজরাতে। শোনা যাচ্ছে এই সিনেমায় অক্ষয়ের পাশাপাশি বড় মুখ হিসেবে দেখা যেতে পারে আলিয়া ভাটকে। কাস্টিংয়ে কিয়ারা আডবানির তাকার কথাও শোনা যাচ্ছে। তবে ‘ভূত বাংলো’ ছবির গল্পের অন্যতম ট্যুইস্ট হচ্ছে ‘ব্ল্যাক ম্যাজিক’ বা কালাযাদুকে ঘিরেই আবর্তিত হবে গল্প। ‘ভুল ভুলাইয়া’র মতো এই সিনেমাও কি বক্স অফিসে সুনামী আনতে পারবে অক্ষয়ের কেরিয়ারে খরা কাটানোর পাশাপাশি? ২০২৫ সালে চোখ থাকবে সেদিকে।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

আজই তৈরি হতে পারে নিম্নচাপ, পুজোর আগে ভাসবে বাংলার কোন কোন জেলা? খারাপ পারফরমেন্সের শাস্তি? চার মাসের বেতন আটকে পাক ক্রিকেটারদের…শুরু নয়া বিতর্ক… সিনিয়রদের সঙ্গে বৈঠকে জুনিয়ররা, চিকিৎসক আন্দোলনে নয়া মোড় আসতে চলেছে এবার? পুজোয় বাড়িতে দই বড়া বানানোর প্ল্যান? এই নিয়মগুলি মানলে খেতে লাগবে দুর্দান্ত হার্টে স্টেন্ট বসানোর পর কিছুটা সুস্থ রজনীকান্ত, হাসপাতাল থেকে ফিরলেন বাড়ি অস্ট্রেলিয়া-দঃ আফ্রিকা বধের পর রশিদ খানের জীবনে নতুন কোচ…শুরু হল দ্বিতীয় ইনিংস… 'শেষ হয়ে যাচ্ছিলাম, মরেই যেতাম...' হঠাৎ কেন এমন বললেন দেব? ‘মানসিক সুস্থতা কামনা…’, আরজি করে নির্যাতিতার মূর্তি বসতেই কটাক্ষ তরুণজ্যোতিদের ‘T20তেও কেউ ওভাবে খেলে না, টেস্টে ভারত’…রোহিতের অধিনায়কত্বে মুগ্ধ অজি তারকা… IND W vs NZ W- আজ থেকে শুরু ভারতের T20 বিশ্বকাপ অভিযান! কোথায়-কখন দেখবেন ম্যাচ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.