অক্ষয় কুমারের নাম রয়েছে সেই বলিউড তারকাদের মধ্যে, যাঁকে দেখা যায়নি আম্বানিদের বিয়েতে। ১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট গাঁটছড়া বাঁধেন। পৃথিবীর নানা প্রান্ত থেকে নানা জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরা এসেছিলেন ৩ দিন ধরে চলা এই বিয়েতে। তবে ছিলেন না অক্ষয়। কারণ যদিও একেবারে শারীরিক। করোনা আক্রান্ত হয়েছিলেন খিলাড়ি কুমার।
তবে শেষ দিনে, অর্থাৎ সোমবার অক্ষয় কুমারকে দেখা গেল আম্বানিদের বাড়িতে। অনুষ্ঠানস্থল থেকে বেশ কিছু ক্লিপিংস ভাইরাল হয়েছে সোশ্যালে, সেখানে অক্ষয় আর টুইঙ্কল, দুজনকেই দেখা গেল। সাদা রঙের পারম্পরিক পোশাকে টুইনিং করছিলেন বলিউডের এই দম্পতি।
আরও পড়ুন: 'হ্যাঁ, আমরা সত্যিই...' শাম্মি কাপুরের সঙ্গে সত্যিই বিয়ে হয়েছিল আশা পারেখের!
অক্ষয়ের চেহারায় অবশ্য অসুস্থতার লক্ষণ নেই। জানা গেল, করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁর। আর সেই কারণেই মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলেকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন তাঁরা।
সোমবারের অনুষ্ঠানটি রাখা হয়েছিল আম্বানি পরিবারের কর্মচারী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্মীদের জন্য। ছিলেন মিডিয়ার সদস্যরা। নীতা আম্বানি নিজে তাঁদের সপরিবারে সোমবারের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অভ্যর্থনা করেছিলেন।
আরও পড়ুন: মাত্র ১০ বছর বয়সেই ঋতুমতী হন রেণুকা, তারপরই একাকিত্বে ভুগতে শুরু করেন, কেন?
গত সপ্তাহে সরফিরা সিনেমার প্রোমোশন চলাকালীন, অসুস্থ হয়ে পড়েছিলেন অক্ষয়। এরপর করোনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। তারপর নিজেকে ঘরবন্দি করেছিলেন। শেষ দিকে সরফিরা-র প্রোমোশনেও থাকতে পারেননি।
আরও পড়ুন: রবি কিষানকে সন্তানের বাবা বলে দাবি করেও কেস তুলে নিলেন মহিলা! কী জানালেন কোর্টকে
১২ জুলাই অনন্ত ও রাধিকাকে বিয়ের পিঁড়িতে বসতে দেখতে সাক্ষী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিম কর্দাশিয়ান, শাহরুখ খান, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, সলমন খান, গোটা বচ্চন পরিবার, শাহরুখ খান, ধোনি, সচিন, হার্দিক পাণ্ডিয়া-রা।
এরপর ১৩ জুলাই আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দ্বারকা পীঠে র শঙ্করাচার্যস্বামী সদানন্দ সরস্বতী এবং জ্যোতির্মথ স্বামী অভিমুক্তেশ্বরানন্দের শঙ্করাচার্য-সহ অনেক সম্মানিত ধর্মীয় নেতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১৪ জুলাই বিবাহোত্তর সম্বর্ধনায় এসেছিলেন টলিউডেরও বহু তারকা। শাশ্বত চট্টোপাধ্যায়, নুসরত জাহান-যশ দাশগুপ্ত, রিয়া ও রাইমা সেন, রুক্মিণী মৈত্ররা। এছাড়াও ছিলেন সানি দেওল, ববি দেওল, বিপাশা বসু, করণ সিং গ্রোভার, রকুল প্রীত সিং, জ্যাকলিন ফার্নান্ডেজ, অদিতি রাও হায়দারিরাষ