অক্ষয় কুমার বর্তমানে টাইগার শ্রফের সঙ্গে বড়ে মিয়া ছোটে মিয়া ছবির শ্যুটিং সারছেন। এই ছবিতে তাঁরা প্রথমবার জুটি বাঁধতে চলেছেন। টাইগারের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা কেমন সেটা জানিয়ে এই ৫৫ বছর বয়সী অভিনেতা একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে অভিনেতা একটি ভিডিয়ো পোস্ট করেন সেখানে তাঁদের ভলিবল খেলতে দেখা যায়।
অক্ষয় তাঁর এই পোস্টে জানান টাইগার তাঁর জন্য রোজ একটা করে নতুন লিমিট সেট করে দিচ্ছেন। তিনি বলেন তাঁর এই ৩২ বছরের কেরিয়ারের অভিজ্ঞতাকে রীতিমত টক্কর দিচ্ছেন টাইগার।
অক্ষয় তাঁর এই পোস্টে লেখেন, 'স্নেহের টাইগার, আমি চিঠি লেখার মতো মানুষ নই। আদতে আমি এমন একজন মানুষ যে একদমই চিঠি লেখে না। কিন্তু আজ মনে হয় লিখি। ৩২ বছর আগে আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম। একটি অ্যাকশন ছবির হাত ধরেই আমার কেরিয়ার শুরু হয়েছিল। এই কয়েক দশকে আমি নানা ধরনের ছবি করেছি। কিন্তু মাত্র ১৫ দিন এই প্রজেক্টে কাজ করার পর আমার মনে হচ্ছে আমি কড়া টক্করের মুখোমুখি হয়েছি। বড়ে মিয়া ছোটে মিয়ার সেটে আমি ফিজিক্যালি, মানসিক ভাবে কড়া প্রতিদ্বন্দ্বিতা ফেস করছি।'
তিনি আরও বলেন, 'ব্যথা, আঘাত, হাড় ভাঙা, এসব আমার কাছে নতুন নয়। কিন্তু কখনই কিছু আমাকে আমার কমফোর্ট জোন থেকে বের করতে পারিনি যা আলি আব্বাস জাফরের এই টিম করল। মাত্র দুই সপ্তাহে তোমরা করে দেখালে। রোজ আমার ফিজিওথেরাপি চলছে ভাই। আমি নালিশ করছি না। এটাই তো জীবনের ম্যাজিক। কমফোর্ট জোনের বাইরে বেরোনো। এই ধাক্কা পাওয়ার পরই তো জীবনের মজা পাওয়া যায়। আমি এটা খুব উপভোগ করছি। বিশেষ করে এই টক্কর যখন এমন কারও থেকে পাচ্ছেন যিনি আপনি যবে থেকে কাজ শুরু করেছেন সেই সালে তিনি জন্ম নিয়েছেন।'
টাইগারের উদ্দেশ্যে অভিনেতা লেখেন, 'তোর সঙ্গে এই শ্যুট করে ব্যাপক লাগছে টাইগার। আমরা দারুণ স্টান্ট করছি, ফিটনেস নিয়ে কথা বলছি, একসঙ্গে ওয়ার্ক আউট করছি। ভলিবল খেলছি। আমার যেন নতুন জন্ম হল। এই ৫৫ বছর বয়সে এসেও নিজেকে যুবক মনে হচ্ছে। তোমার এবং গোটা টিমের জন্য আমার ভালোবাসা রইল।'
বড়ে মিয়া ছোটে মিয়া ছবিটির পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। এই ছবিতে অক্ষয়, টাইগার ছাড়াও দক্ষিণী অভিনেতা পর পৃথ্বীরাজ সুকুমারণকেও দেখা যাবে। জাহ্নবী কাপুরকেও দেখা যাবে।