স্ত্রী টুইঙ্কল খান্নাকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন তানজানিয়ায়। সেখানেই সুন্দর সময় কাটাচ্ছেন অক্ষয়-টুইঙ্কেল। সেখানে গিয়েই ওমাহে আদিবাসীদের সঙ্গে জমিয়ে নাচলেন অক্ষয় কুমার ও টুইঙ্কল। ওমাহে আদিবাসী গোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচ ঋতুঙ্গার সঙ্গে নিজস্ব স্টেপ মিশিয়ে নাচতে দেখা গেল বলি দম্পতিকে।
কে বেশি ভালো নাচল?
আদিবাসীদের সঙ্গে নাচের ভিডিয়ো আক্কিকে ট্যাক করে পোস্ট করেছেন টুইঙ্কল। ক্যাপশানে লিখেছেন, ‘আমাদের পা দোলানো আর নিজেদের আত্মাকে ম্যাসাজ করা’টুইঙ্কল আরও লিখেছেন, ‘ওমাহের স্থানীয় কিছু দল, যাঁদের সঙ্গে আমরা নাচলাম। ওরা পালক, চামড়া এবং সিসাল দিয়ে তৈরি দুর্দান্ত বাদ্যযন্ত্র ব্যবহার করছিল। আর আমরা ঋতুঙ্গা নামে একটা ঐতিহ্যবাহী নৃত্যের সঙ্গে নিজস্ব কিছু স্টেপ মিশিয়ে নাচলাম।’ এরপর অনুরাগীদের উদ্দেশ্যে টুইঙ্কল প্রশ্ন করেছেন, আপনার মতে কে বেশি ভাল নেচেছে, মিঃ কে নাকি আমি? আপনারা শেষ কবে মন খুলে নেচেছেন, আমাকে জানান।'
টুইঙ্কল খান্নার এই ভিডিয়োর নিচে টিসকা চোপড়া মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন, ‘খুব মজা লাগছে। এমন নাচের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত নেটিজেনরাও। এক অনুরাগী হার্ট ইমোজি দিয়েছেন। কেউ আবার হেসেছেন। কেউ লিখেছেন ‘খুব সুন্দর’। কেউ সোজা সাপটা বলেছেন, ‘মিস্টার কে(অক্ষয়)-ই বেশি ভালো। কারোর কথায়, ’মিঃ কে হয়ত মনে করছিলেন তিনি হয়ত অন্য একটা ছবির সেটে রয়েছেন।’ কেউ আবার রসিকতা করে ছবির নাম ঠিক করে দিয়ে লিখেছেন ‘চাঁদনী চক টু আফ্রিকা’।
প্রসঙ্গত, অক্ষয়ের সঙ্গে মেয়ে টুইঙ্কলের বিয়ে নিয়ে সম্প্রতি জয়পুরের এক অনুষ্ঠানে ডিম্পল কাপাডিয়া বলেন, ‘আগে অক্ষয়কে সঙ্গে মেয়ের বিয়ে নিকরা নিয়ে আমার আপত্তি ছিল। এখন মনে হয়, ভাগ্যিস ও এই বিয়েটা করেছিল।’ অক্ষয়কে মজা করে 'দুষ্টু' বলে অভিহিত করে শাশুড়িমা ডিম্পল বলেন, ‘আমি ওকে অনেক লোকের সঙ্গে কথা বলতে দেখি। আর ও আমার কাছে এসে একসঙ্গে বাস্কেটবল খেলি, ও তাতে খুব আনন্দ পায়। ওর সঙ্গে কথা বললেও আপনার সুন্দর অনুভূতি হবে।’