সৌদি আরবের আবু ধাবিতে তৈরি হচ্ছে প্রথম হিন্দু মন্দির। মুসলিম প্রধান এই দেশে ইতিমধ্য়েই শুরু হয়েছে হিন্দু মন্দির নির্মাণের কাজ। ২০২৪ সালে উদ্বোধনের কথা রয়েছে এই হিন্দু মন্দিরটির। সম্প্রতি বিশিষ্ট ব্যবসায়ী জিতেন দোশি ও প্রযোজক বাসু ভগনানির সঙ্গে সেই মন্দির পরিদর্শনে গিয়েছিলেন অক্ষয় কুমার। তাঁদের স্বাগত জানান মন্দিরের ওই মন্দিরের প্রধান ব্রহ্মবিহারী দাস।
অক্ষয় এবং তাঁর সঙ্গীরা মন্দিরের একটি সমাবেশে যোগ দিয়েছিলেন। সেখানে আয়োজিত প্রার্থনা সভাতেও অংশ নেন তিনি। মন্দির নির্মাণের জন্য ইটও স্থাপন করেন আক্কি। জানা যাচ্ছে ওই মন্দিরে বসছে রাজস্থানি পাথর, ইতালিয়ান মার্বেল। মন্দিরের নকশা দেখা মুগ্ধ হন অক্ষয়। প্রসঙ্গত এই মন্দির প্রতিষ্ঠায় এগিয়ে এসেছেন প্রায় ৪০ হাজার মানুষ।
আক্কি বলেন, ‘এটা একটা ইতিহাস তৈরি হতে চলেছে। যা তৈরি হচ্ছে সেটা কেবল আমাদের সম্প্রদায়ের জন্য নয়, মানবজাতির জন্য একটি সেবা। একটি নতুন বিশ্ব তৈরি করা যেখানে শান্তি, ভালবাসা এবং একজন মানুষের সঙ্গে অন্য মানুষের সমর্থন রয়েছে। সত্যিই এর চেয়ে শক্তিশালী আর কিছুই নেই...। ভালোবাসা পাহাড়কে নাড়াতে পারে। এই প্রচেষ্টার একটি সত্য সাক্ষ্য... সত্যিই অপ্রতিরোধ্য! এটা স্বপ্নের স্বপ্ন!’
আরও পড়ুন-বিবাহ-বার্ষিকী স্ত্রীকে BMW উপহার দিলেন শেখর সুমন, ছেলে অধ্যায়ন বললেন…
প্রসঙ্গত কিছুদিন আগে এদেশের বিদেশমন্ত্রী জয়শঙ্করও এই মন্দির পরিদর্শনে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে টুইটও করেন জয়শঙ্কর। গণেশ চতুর্থীতি আবুধাবির নির্মীমান হিন্দু মন্দির দেখে গর্বিত। দ্রুত কাজ চলছে। ভক্ত, নির্মাণকর্মী, কমিউনিটি দল সকলের সঙ্গেই দেখা করলাম।সেখানে গিয়ে সৌদি আরবের সংস্কৃতি, যুব ও সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে দেখাও করেন জয়শঙ্কর। ভারতীয় সংস্কৃতির পাশে থাকার জন্য ধন্যবাদও জানান।
জানা যাচ্ছে, ৫৫ বর্গ মিটার এলাকা জুড়ে তৈরি হচ্ছে এই মন্দির। মধ্যপ্রাচ্যে এটিই প্রথম হিন্দু মন্দির হতে চলেছে।