সালটা ২০০৬, পারভিন শাহিনকে বিয়ে করছিলেন অভিনেতা ইমরান হাশমি। বিয়ের ৪ বছর পর ২০১০-এর ফেব্রুয়ারিতে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান আয়ান। তারপর সব ঠিকঠাকই চলছিল। ২০১৪ সালে ১৫ জানুয়ারি দিনটা ইমরান ও পারভিনের জীবনে কঠিনতম একটা দিন। ক্যানসার ধরা পড়ে আয়ানের। সম্প্রতি 'সেলফি'র ট্রেলার লঞ্চে এসে পুরনো কঠিন দিনগুলির কথা স্মরণ করেছেন ইমরান। জানান, কঠিন সেই দিনে তাঁর পাশে ছিলেন অক্ষয় কুমার। আক্কি তাঁর কাছে একজন দেবদূতের মতো।
ইমরানের কথায়, ‘আমি অক্ষয়ের একজন ভক্ত, ওকে অনুসরণ করি, ওকে ভালোবাসি। গত কয়েক বছরে ওকে চেনার সৌভাগ্য হয়েছে। আমার ছেলে যখন অসুস্থ, তিনি উনিই আমাদের পাশে ছিলেন। প্রথম ফোনটা আক্কির কাছ থেকেই এসেছিল। তার আগে পর্যন্ত আমি আক্কিকে ভালো করে চিনতামও না। ইমরান হাশমির কথায়, ‘আপনার ভালো সময়ে অনেক লোকই আপনার পাশে থাকেন, কিন্তু বুরে ওয়াক্ত মে জো ফরিশতে আতে হ্যায় , আর এটাই হল অক্ষয়। উনি আমার কাছে দেবদূতের মতো।’ প্রসঙ্গত, ২০১৯-এ ছেলে আয়ানের ক্যানসার মুক্ত হওয়ার কথা জানান ইমরান হাশমি।
রাজ মেহতা পরিচালিত 'সেলফি' ছবিতে এবার অক্ষয়ের সঙ্গে অভিনয় করতে চলেছেন ইমরান হাশমি। ছবিতে রয়েছেন নুশরাত ভরুচা, ডায়ানা পেন্টি। তিন মিনিটের ট্রেলারে ইমরানকে একজন RTO অফিসারের ভূমিকায় দেখা গেছে, যিনি তার প্রিয় অভিনেতা বিজয়ের (অক্ষয় অভিনয় করেছেন) সঙ্গে সেলফি তুলতে চান।
'সেলফি' ছবিতে একাধিক তারকা রয়েছেন, এই প্রসঙ্গে ইমরান হাশমিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার কাছে তারকা নয়,গুরুত্বপূর্ণ শুধু ছবির বিষয়বস্তু। এখানে আমি একক নায়ক, নাকি দু’তিনজন নায়ক রয়েছে তা বিবেচ্য নয়।'
এর আগে সেলফি ছবির পোস্ট শেয়ার করে ক্যাপশানে ইমরান হাশমি লিখেছিলেন, ‘যেমন বাবা. তেমনি তার ছেলে। দুই প্রজন্ম, এক অভিন্ন ভালোবাসা। গল্পে ভরা নাটক আর বিনোদন নিয়ে আসছে সেলফি।'
প্রসঙ্গত, সেলফি হল মালয়ালম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর অফিসিয়াল হিন্দি রিমেক। মালায়ালম ছবিতে প্রধান ভূমিকায় পৃথ্বীরাজ, সুরজ ভেঞ্জারামুদু অভিনয় করেছেন। সেলফি ছবির প্রযোজনা করেছে ধর্ম প্রোডাকশন এবং অক্ষয়ের কেপ অফ গুড ফিল্মস এবং সুকুমারনের পৃথ্বীরাজ প্রোডাকশন এবং ম্যাজিক ফ্রেম। ২৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে অক্ষয়, ইমরান, ডায়না, নুশরতের 'সেলফি'। শেষবার ২০২১-এ মুক্তি পাওয়া 'ডিবুক' ছবিতে দেখা গিয়েছে ইমরান হাশমিকে।