২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎকার নিয়ে ভাইরাল হয়েছিলেন অক্ষয় কুমার। সেই সাক্ষাৎ করে তিনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কিভাবে আম খান অথবা আম খান কিনা। এই কথোপকথনের মুহূর্ত শুধুমাত্র ভাইরাল হয়েছিল তা নয়, ঝড়ের গতিতে এই ব্যাপারটা নিয়ে মিম তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে।
এবার একই রকম প্রশ্ন করে আবারও ভাইরাল হলেন অক্ষয় কুমার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে কমলালেবু সম্পর্কে প্রশ্ন করায় আবারও আলোড়ন তুললেন অক্ষয়। শুধু তাই নয়, তিনি জানালেন যতই কটাক্ষ আসুক না কেন তিনি নিজেকে বদলাতে পারবেন না।
আরও পড়ুন: বিচ্ছেদের পরেও সিঁথি ভর্তি সিঁদুর কেন? কটাক্ষের জবাবে কী বললেন পৃথা?
আরও পড়ুন: বাড়ির পুজোয় নিজের হাতেই লক্ষ্মী সাজান অপরাজিতা, কীভাবে শুরু হয়েছিল এই রীতি?
মঙ্গলবার একটি আলোচনা সভায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সাক্ষাৎকার নিতে গিয়ে এই ঘটনাটি ঘটে। সাক্ষাৎকারের শুরুতেই অক্ষয় কুমার বলেন, ‘আজ আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রী রয়েছেন। আমি দ্বিতীয়বার জীবনে কারও সাক্ষাৎকার নিচ্ছি। প্রথমবার নিয়েছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এবার মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার সুযোগ পেলাম।’
এরপরই হঠাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আম খাওয়ার প্রসঙ্গ টেনে নিয়ে অক্ষয় বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে একটি প্রশ্ন করেছিলাম যে আপনি কীভাবে আম খান? প্রশ্ন শুনে সবাই আমাকে নিয়ে ভীষণ মশকরা করেছিল। কিন্তু আমি নিজেকে পরিবর্তন করতে পারবো না।’
এরপরই অক্ষয় বলেন, ‘আপনি তো নাগপুরের মানুষ। নাগপুরে তো কমলালেবু বিখ্যাত। আমি এটুকুই জানতে চাই, আপনার কমলালেবু খেতে কেমন লাগে?’ অক্ষয়ের প্রশ্ন শুনে হাসতে হাসতে মুখ্যমন্ত্রী বলেন, কমলালেবু খেতে তিনি বেশ ভালোবাসেন। শুধু তাই নয়, প্রতিদিন একাধিক কমলালেবু খান তিনি।
আরও পড়ুন: দেবলীনার বাড়িতে হয় থিমের লক্ষ্মীপুজো, কীভাবে হয় শুরু? এবারের থিম কী?
আরও পড়ুন: 'আগে বুঝিনি...', ছেলে বিদেশ যেতেই বাবার কোন কষ্ট উপলব্ধি করলেন চঞ্চল?
মুখ্যমন্ত্রী আরও জানান, কমলালেবুর অর্ধেক কেটে তার ওপর নুন ছড়িয়ে একেবারে আমের মতো খান তিনি। এইভাবেই তিনি খেতে পছন্দ করেন। মুখ্যমন্ত্রীর কথা শুনে হাসতে হাসতে অক্ষয় বলেন, ‘ঠিক আছে এবার আমিও এইভাবে খাওয়ার চেষ্টা করব। আজ একটা নতুন জিনিস শিখলাম।’
প্রসঙ্গত, ২০১৯ সালের নরেন্দ্র মোদির সাক্ষাৎকার নিতে গিয়ে অক্ষয় কুমার বেশ কিছু প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কেন প্রধানমন্ত্রী প্রতিদিন মাত্র তিন থেকে চার ঘন্টা ঘুমোন, কেন তিনি আম খেতে পছন্দ করেন এই সমস্ত প্রশ্ন করেছিলেন অক্ষয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে।