বক্স অফিস খরা কেটেছে অক্ষয় কুমারের। তাঁর সাম্প্রতিক রিলিজ স্কাই ফোর্স সেঞ্চুরি হাঁকিয়েছে ইতিমধ্যেই। অবশেষে দুঃসময় ঘুচল খিলাড়ির এমনটাই মত বিশেষজ্ঞদের। এর আগে একটানা চারটি ফ্লপ ছবির বোঝা বইতে হয়েছে তাঁকে। সাফল্যের মাঝেই বড় সিদ্ধান্ত নায়কের। অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্না তাঁদের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি ৮০ কোটি টাকায় বিক্রি করলেন। আরও পড়ুন-সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালের যুগ্ম বিজয়ী! বিশেষ অতিথি আদনান, আর কী চমক থাকছে?
মুম্বইয়ের ওবেরয় ৩৬০ ওয়েস্ট প্রকল্পের অন্তর্গত ৬৮৩০ বর্গফুট অ্যাপার্টমেন্টটি ছিল ৩৯ তম তলায় রয়েছে। ওরলির একটি বিলাসবহুল আবাসিক টাওয়ারের এই সুবিশাল অ্যাপার্টমেন্টের চারটি পার্কিং স্লট রয়েছে। ৩১ শে জানুয়ারির যে নথি হাতে এসেছে, তাতে দেখা গেল বিক্রির স্ট্যাম্প ডিউটি হিসাবে ৪.৮০ কোটি টাকা দেওয়া হয়েছে। ইনডেক্সট্যাপ অনুসারে অ্যাপার্টমেন্টটির প্রতি বর্গফুটের দাম ১.১৭ লক্ষ টাকা!
ওবেরয় রিয়েলটির বিলাসবহুল আবাসিক প্রকল্পে দুটি টাওয়ার রয়েছে এবং এতে 4BHK এবং 5BHK ইউনিট রয়েছে। এটিতে ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট এবং পেন্টহাউসও রয়েছে। ২০২২ সালে এই প্রোজেক্টের শংসাপত্র তৈরি হয়। আরব সাগরমুখী এই টাওয়ারের প্রতিটি অ্যাপার্টমেন্ট পশ্চিমমুখী, সেই কারণেই দাম এত্ত চড়া।
ওবেরয় ৩৬০ ওয়েস্ট প্রজেক্টে বিনিয়োগ করেছেন কারা?
বলিউড অভিনেতা শাহিদ কাপুর এবং অভিষেক বচ্চন, ডি'মার্টের রাধাকৃষ্ণ দামানি, এভারেস্ট মাসালা গ্রুপের প্রোমোটার ভাদিলাল ভাই শাহ এবং একটি সুপরিচিত সজ্জা ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ব্রতিকা গুপ্তা ওবেরয় রিয়েলটির থ্রি সিক্সটি ওয়েস্ট প্রকল্পে সমুদ্রমুখী বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক।
চলতি বছরের মে মাসে শাহিদ কাপুর ও তার স্ত্রী মীরা কাপুর ওবেরয় থ্রি সিক্সটি ওয়েস্ট প্রজেক্টে প্রায় ৬০ কোটি টাকা দিয়ে ৫,৩৯৫ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। সিআরই ম্যাট্রিক্সের শেয়ার করা তথ্য অনুসারে, ওবেরয় ৩৬০ ওয়েস্ট প্রকল্পটি ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ২২৯১ কোটি টাকারও বেশি মূল্যের প্রায় ২৭টি সম্পত্তি লেনদেন প্রত্যক্ষ করেছে।
এর আগে গত মাসে অক্ষয় কুমার মুম্বাইয়ের বোরিভালি ইস্টে তার অ্যাপার্টমেন্টটি ৪.২৫ কোটি টাকায় বিক্রি করে দেন। যা ২০১৭ সালে কিনেছিলেন আক্কি। প্রায় ৭৮% লাভে বোরিভালির ফ্ল্যাটট বেচেছেন নায়ক।
তিন দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত অক্ষয় কুমারের অভিনয় কেরিয়ার। শতাধিক ছবিতে কাজ করেছেন অভিনেতা। পদ্মশ্রী সম্মানে ভূষিত অক্ষয় তাঁর ফিটনেস এবং শৃঙ্খলাপরায়ণ জীবনযাত্রার জন্য বরাবরই সমাদৃত দর্শক মনে।