বৃহস্পতিবার সিংঘম এগেইন টিমের সঙ্গে লাঞ্চ ডেটে গিয়েছিলেন অক্ষয় কুমার। অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে তার সহ-অভিনেতাদের সঙ্গে একটি ক্যান্ডিড মুহূর্তের ছবি পোস্ট করেছেন। তবে উপস্থিত ছিলেন না রণবীর সিং, কারিনা কাপুর ও দীপিকা পাড়ুকোন। আর এর সঙ্গে সলমন খানের বিশেষ কানেকশন ছিল।
টিম সিংঘম এগেইন লাঞ্চ ডেটে:
অক্ষয় কুমার একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তার সঙ্গে অজয় দেবগন, রোহিত শেট্টি , টাইগার শ্রফ এবং অর্জুন কাপুর যোগ দিয়েছিলেন। সকলকেই পাওয়া গেল গল্পের মুডে। এই পোস্টের ক্যাপশনে খিলাড়ি লিখেছেন, ‘আমরা সবাই আজ অনেক 'চুলবুল' গল্প করেছি… #SinghamAgain।’ হিন্দি চুলবুল কথাটার অর্থ হল মজার ও দুষ্টু। আর এটাই হল দাবাং ফ্র্যাঞ্চায়েজিতে সলমন খানের নাম। এই পোস্ট থেকে স্পষ্ট হল, সলমনের দিকেই ইঙ্গিত ছিল তাঁর।
এক ভক্ত মন্তব্য করেছেন, ‘এটা কি ইঙ্গিত যে চুলবুল পাণ্ডেও এই ছবির অংশ?’। আরেক ভক্ত লিখেছেন, ‘ওহ ড্যাম! ভাই (সলমন খান) সিংঘমে থাকার গ্যারান্টি এটাই।’ আরেকজন লেখেন, ‘সলমন খানও কপ ইউনিভার্সে ঢুকে পড়েছেন। (ফায়ার এবং থাম্বস আপ ইমোজি)।’ চতুর্থজন লেখেন, ‘ছবিতে চুলবুল পাণ্ডেকে দেখা গেলে ফাটাফাটি হবে।’
আরও পড়ুন: ‘নিজের ড্রাইভারের সঙ্গে কীসব বাধিয়েছিল..’! কুণালের খোঁচায় কি শ্রীলেখা, ২০০৪ সালে কী হয়েছিল?
সিংহাম এগেইন-এ সালমান খানের কেমিও
সিংঘম এগেইন-এ চুলবুল পান্ডের চরিত্র ওরফে সলমন খানের একটি কেমিও করা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে সম্প্রতি এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে হত্যার পর, সলমন খানের প্রাণনাশ নিয়েও একটা উদ্বেগ তৈরি হয়েছে। রোহিত শেট্টি ফিল্মসের একজন সদস্য সলমনের কেমিওর বিষয়টি নিশ্চিত করার পরেই, অজয় অভিনীত এই ছবি থেকে তাঁর বেরিয়ে আসার গুজব শুরু হয়ে যায়।
আরও পড়ুন: বিকিনি পরে র্যাম্পে হাঁটলেন পাকিস্তানি মডেল, বিতর্ক বাড়তেই করলেন ভিডিয়ো ডিলিট
সিংহাম এগেইন সম্পর্কে
সিংহম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি হল সিংঘম এগেইন এবং রোহিত শেট্টির কপ ইউনিভার্সের পঞ্চম ছবি। অক্ষয় ও রণবীর যথাক্রমে সূর্যবংশী ও সিম্বার চরিত্রে অভিনয় করলেও দীপিকা ও টাইগার এই পুলিশ জগতে নতুন সংযোজন। অর্জুন সিনেমাটিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা ও সহ-প্রযোজনা করেছে রোহিত শেট্টি, দেবগন ফিল্মস, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং জিও স্টুডিওজ। সিংঘম এগেইন মুক্তি পাবে ২০২৪ সালের ১ নভেম্বর।