চলতি বছর শুরুর দিকেই ‘রাম সেতু’ ছবির শ্যুটিং শেষ করেছেন অভিনেতা অক্ষয় কুমার। ২০২২ সালের দিওয়ালিতে সিনেমার পর্দায় আসছে এই ছবি। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর, ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাবে। ছবিতে অক্ষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরত ভারুচা।
অ্যামাজন প্রাইম ভিডিয়োতে স্ট্রিমিং হবে ‘রাম সেতু’
অ্যামাজন প্রাইম ভিডিয়োর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ‘রাম সেতু’র ফার্স্ট লুক শেয়ার করা হয়েছে। ক্যাপশনে জানানো হয়েছে, ‘#রামসেতু: কিংবদন্তি রাম সেতুর সত্যিকারের অস্তিত্ব প্রমাণ করতে অক্ষয় কুমারের সময়ের বিরুদ্ধে দৌড়।’
দেখুন সেই পোস্ট-
‘রাম সেতু’র পরিচালনায় অভিষেক শর্মা। রাম সেতু মিথ নাকি বাস্তব সেটাই এই ছবিতে খোঁজার চেষ্টা করবেন আক্কি। ২০২১-এর ১৮ মার্চ অযোধ্যায় অনুষ্ঠিত হয়েছে ছবির মহরত। অক্ষয়ের চরিত্র সম্পর্কে পরিচালক অভিষেক শর্মা, হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘অক্ষয় স্যার এই ছবিতে একজন আর্কিওলজিস্ট, এবং দেশে-বিদেশের নানান আর্কিওলজিস্টের লুকের দ্বারাই অনুপ্রাণিত হয়ে আমরা তাঁর লুক এবং চরিত্রটি গড়ে তুলেছি। এইটুকু বলতে পারি অক্ষয় স্যারের ফ্যানেরা ওঁনাকে একদম নতুন অবতারে পাবেন’। আরও পড়ুন: মেয়ে নিতারা এবং পোষ্য ফ্রেডির সঙ্গে গ্রুপ আলিঙ্গন অক্ষয়ের, দেখে মুগ্ধ ভক্তরা
চলতি বছর ৩১ জানুয়ারি শ্যুটিং শেষ হয়েছে এই ছবির। একটি ভিডিয়ো পোস্ট করে সেই ঘোষণা সেরেছিলেন অক্ষয়। জানিয়েছিলেন, এই ছবিতে কাজ করতে গিয়ে অনেককিছু নতুন জিনিস শিখতে পেরেছেন তিনি। ফলে কখনও কখনও তাঁর এমনও মনে হয়েছে, তিনি হয়ত ফের নিজের স্কুল জীবনে ফিরে গিয়েছেন। সবশেষে দর্শকের উদ্দেশে তাঁর বার্তা ছিল 'চলতি বছরের দিওয়ালিতে দেখা হচ্ছে। আমাদের এই কাজকে সবাই একটু ভালোবাসবেন। সবাই মিলে প্রচণ্ড পরিশ্রম করেছি।'