বাংলা নিউজ > বায়োস্কোপ > মন্দিরে জঙ্গিদের শায়েস্তা করবেন অক্ষয়! আসছে ‘স্টেট অফ সিজ়: টেম্পল অ্যাটাক'

মন্দিরে জঙ্গিদের শায়েস্তা করবেন অক্ষয়! আসছে ‘স্টেট অফ সিজ়: টেম্পল অ্যাটাক'

‘স্টেট অফ সিজ়: টেম্পল অ্যাটাক’ ছবির একটি দৃশ্যে অক্ষয় খান্না। ছবি সৌজন্যে - ইউটিউব

ওয়েব ডেবিউ করতে চলেছেন অক্ষয় খান্না। ছবির নাম ‘স্টেট অফ সিজ়: টেম্পল অ্যাটাক’। গুজরাতের অক্ষরধাম মন্দিরে জঙ্গি হানার ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি।

২০০২ সালে গুজরাতের গান্ধীনগরের অক্ষরধাম মন্দিরে জঙ্গি হামলার ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। অনেকের মনে সে স্মৃতি আজও টাটকা। ওই কুখ্যাত ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় ৩০ জন ব্যক্তি। আহতের সংখ্যাটা ছিল ৮০-র উপরে। শেষপর্যন্ত ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কম্যান্ডোরা জঙ্গিদের দমন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন। এই ঘটনার ওপরেই ভিত্তি করে তৈরি হয়েছে 'স্টেট অফ সিজ়: টেম্পল অ্যাটাক’ ছবিটি। তবে বড়পর্দার জন্য নয়, ওয়েব প্ল্যাটফর্মের জন্যই তৈরি হয়েছে কেন ঘোষ পরিচালিত এই ছবি। ‘স্টেট অফ সিজ়: টেম্পল অ্যাটাক’-এ মুখ্যভূমিকায় দেখা যাবে অক্ষয় খান্নাকে। ছবিতে একজন স্পেশ্যাল টাস্ক ফোর্স অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। উল্লেখ্য, এই ছবির মাধ্যমেই ওয়েব দুনিয়ায় ডেবিউ করতে চলেছেন এই জনপ্রিয় বলি-তারকা। অক্ষয় ছাড়াও এই ছবিতে দেখা যাবে গৌতম রোডে, বিবেক দাহিয়ার মতো ছোটপর্দার পরিচিত মুখদের।

ওয়েব প্ল্যাটফর্ম জি ফাইভে দেখা যাবে এই ছবি। জি ফাইভ কর্তৃপক্ষের তরফে নেটমাধ্যমে ছবির ফার্স্ট লুক শেয়ারের পাশাপাশি জানানো হয়েছে ছবি মুক্তির তারিখও। আগামী ৯ জুলাই থেকেই স্ট্রিমিং শুরু হবে 'স্টেট অফ সিজ়: টেম্পল অ্যাটাক’-এর। এই ছবিতে অভিনয় করার প্রসঙ্গে অক্ষয় বলেছেন,'কোনও রকম ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ না করেই এই পোশাক পরতে পেরেছি। শুধুমাত্র একজন অভিনেতার পক্ষেই এই সুবিধে নেওয়া সম্ভব। তাই আমি শুটিংয়ে আপ্রাণ চেষ্টা করেছি যে সুযোগ আমি পেয়েছি, তার যেন অপব্যবহার না হয়।'

 

 

কন্টিলো পিকচার্স সংস্থার প্রযোজনায় তৈরি হয়েসে এই ছবিটি। এ প্রসঙ্গে প্রযোজক অভিমন্যু সিং জানিয়েছেন ‘স্টেট অফ সিজ়: ২৬/১১'-কে দর্শক যেহেতু দারুণভাবে গ্রহণ করেছিল, তাই তাঁরা এই ছবি তৈরির সাহস পেয়েছে।

 

বায়োস্কোপ খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.