বাংলা নিউজ > বায়োস্কোপ > Albert Kaboo: বাগডোগরা নামতেই উত্তরীয় টুপি পরিয়ে বরণ কাবোকে, ভক্তদের সঙ্গে গানও গাইলেন সারেগামাপার বিজয়ী

Albert Kaboo: বাগডোগরা নামতেই উত্তরীয় টুপি পরিয়ে বরণ কাবোকে, ভক্তদের সঙ্গে গানও গাইলেন সারেগামাপার বিজয়ী

বাগডোগরা নামতেই উত্তরীয় টুপি পরিয়ে বরণ কাবোকে

Albert Kaboo: সারেগামাপার খেতাব জয় করে অবশেষে বাগডোগরা ফিরলেন অ্যালবার্ট কাবো লেপচা। এতদিন পর ঘরের ছেলেকে সাদরে বরণ করে নেওয়া হয়।

জি টিভি সারেগামাপা জয়ের পর বাগডোগরা ফিরলেন অ্যালবার্ট কাবো। এদিন ঘরের ছেলেকে বরণ করে নিতে বাগডোগরা বিমানবন্দরে উপচে পড়েছিল ভিড়। গান গেয়ে, উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় অ্যালবার্ট কাবো লেপচা এবং তাঁর স্ত্রী পূজাকে।

উত্তরবঙ্গে ফিরলেন কাবো

এদিন কাবো একটি ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় বাগডোগরা বিমানবন্দরে নেমে ট্রফি হাতে স্ত্রীর সঙ্গে বেরিয়ে আসছেন সারেগামাপার বিজয়ী। তারপরই তাঁদের দেখে স্লোগান দিতে শুরু করেন কাবোর ভক্তরা।

আরও পড়ুন: 'এই বাড়ি যা...' খুদে প্রতিযোগীর উপর চটে লাল সৌরভ, কী হয়েছে দাদাগিরির মঞ্চে?

আরও পড়ুন: নেটমাধ্যমে এলিয়টের কবিতা, মুখে 'বুড়ো বয়স' নিয়ে ঠাট্টা, বিয়ে করেও পরম আছেন পরমেই

অ্যালবার্টকে এরপর উত্তরীয় পরিয়ে, নেপালি টুপি পরিয়ে বরণ করা হয়। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান অ্যালবার্ট কাবো লেপচা। জানান তিনি আজ এত খ্যাতি পেয়েছেন, জয় অর্জন করেছেন ঠিকই কিন্তু সেসবই জি বাংলার সারেগামাপা থেকেই শুরু হয়েছিল। তাই তিনি এই চ্যানেলের কাছে কৃতজ্ঞ।

এরপর তাঁকে এদিন তাঁর ভক্ত এবং নিকটজনদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। উপস্থিত সকলে আবার কাবোর জন্য গান গান। তাতে গলা মেলান কাবোও। পরিশেষে সকলকে বিদায় জানিয়ে স্ত্রীর সঙ্গে রওনা দেন বাড়ির পথে।

সারেগামাপার ফিনালে

২৬ নভেম্ভর সম্প্রচারিত হয় সারেগামাপা ফিনালে। সেখানে বাকি চারজনকে ভোটের নিরিখে হারিয়ে সেরার শিরোপা জয় করেন কাবো। এদিন তিনি একাধিক ডান্স নম্বর গান। বিশেষ অতিথি গোবিন্দা তাঁর গানের ভীষণ প্রশংসা করেন এদিন। এবারের ফিনালেতে উঠেছিলেন স্নেহা ভট্টাচার্য, রণিতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গেজমের এবং নিষ্ঠা শর্মা এবং অ্যালবার্ট কাবো লেপচা।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার 'কর্মবিরতিতে' প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.