বাংলা নিউজ > বায়োস্কোপ > Albert Kaboo Lepcha: মেয়ের স্মৃতি বুকে নিয়েই কাজে ফিরছেন কাবো, স্ত্রীর সঙ্গে পোস্ট করলেন কোন ছবি

Albert Kaboo Lepcha: মেয়ের স্মৃতি বুকে নিয়েই কাজে ফিরছেন কাবো, স্ত্রীর সঙ্গে পোস্ট করলেন কোন ছবি

মেয়ের স্মৃতি বুকে নিয়েই কাজে ফিরছেন কাবো

Albert Kaboo Lepcha: মেয়ের মৃত্যুর পর বেশ কটা দিন কেটে গিয়েছে। কাজে ফেরার ইঙ্গিত দিয়েছেন এরই মধ্যে কাবো। এবার তাঁকে তাঁর স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করতে দেখা গেল।

৩ জুলাই আকস্মিক ভাবেই ছন্দপতন ঘটে ‘সারেগামাপা’ খ্যাত শিল্পী অ্যালবার্ট কাবোর জীবনে। এদিনই কাবো এবং তাঁর স্ত্রী পূজা তাঁদের একমাত্র সন্তান, আট মাসের ছোট্ট এলভিনকে হারান। এই কথা গায়ক নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন। দুঃখে যন্ত্রণায় যে তাঁদের দিন কাটছে সেটাই আবার যেন কবোর স্টোরিতে ধরা পড়ল।

এদিন কবো তাঁর স্ত্রী পূজার সঙ্গে একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রাম স্টোরিজে। সেখানে তাঁদের পাশাপাশি বসে থাকতে দেখা যায়। দুজনের মুখই মলিন। তাতে বেদনার ছাপ স্পষ্ট। না, কাবো এই ছবির সঙ্গে কোনও ক্যাপশন বা কিছুই লেখেননি। তিনি কেবল ‘নেয়না’ গানটি ছবির সঙ্গে জুড়ে দেন। ‘দঙ্গল’ ছবির এই গানটিতে যে কতটা যন্ত্রণা, কষ্ট লুকিয়ে আছে সেটা বলার অপেক্ষা রাখে না। গানে গানে মনের কথা যেন বোঝালেন এই কন্যাহারা পাহাড়ি যুবক।

মেয়ে চলে গেলেও যে জীবন থেমে নেই। সেও তো তার মতো ছুটে চলেছে। তাই যেন যন্ত্রণাকে সঙ্গে নিয়েই জীবনের পথে এগোচ্ছেন কাবো আর তাঁর স্ত্রী। মেয়ের স্মৃতি বুকে নিয়েই গতকাল কাজে ফেরার কথাও জানিয়েছেন কাবো।

<p>কাবোর পোস্ট করা স্টোরি</p>

কাবোর পোস্ট করা স্টোরি

তিনি এদিন একটি পোস্টার পোস্ট করে জানান কেউ যদি চান তাঁদের উল্লিখিত নম্বরে যেন ফোন করে বুক করেন। কাবো অ্যান্ড টিমের একটি ছবিও শেয়ার করেন তিনি।

আরও পড়ুন: বিক্রমের জায়গায় রণবীরের মুখ! অ্যানিম্যালের পোস্টার দেখে ক্ষুব্ধ তথাগতরা

তাঁর ভক্তরা অনেকেই তাঁর এই পোস্টে কমেন্ট করেছেন। কেউ কেউ সমবেদনা জানিয়েছেন তো কেউ তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'আমরা তোমার পাশে আছি। তুমি শক্ত থেকো। ঈশ্বর সব ভালো করবেন।' আরেকজন লেখেন, 'আমরা তোমার সঙ্গে আছি। তুমি কাজে ফেরো আবার।'

প্রসঙ্গত ৪ জুলাই এই গায়ক তাঁর সোশ্যাল মিডিয়ায় মেয়ের কথা জানিয়ে লেখেন, ' গল্পটা শেষ হলেও যাত্রা শেষ হয়নি। আমাদের জীবনের সব থেকে মিষ্টি গানটি তুমিই গেয়েছ। আমাদের জীবনে ধ্রুবতারা হয়ে থেকো তিনি। তোমার আত্মার শান্তি কামনা করি এলভিন লেপচা।'

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘আরও বাচ্চা চাই…’, রাহাতেই সন্তুষ্ট নন রণবীর-আলিয়া, শীঘ্রই দিদি হবে রাহা? মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝগড়া, রাগে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন অজিত পাওয়ার: রিপোর্ট দু একটা মৃত্যু চাইছে সরকার, জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে বিস্ফোরক অভিজিৎ গাঙ্গুলি জীবন শাস্তি দেয় না,শেখায়! আমার পরীক্ষা শেষই হচ্ছে না! জন্মদিনেও আবেগঘন হার্দিক.. স্ত্রী ২ থেকে সরফিরা, পুজোর সপ্তাহে হলের ভিড় এড়িয়ে ঘরে বসে দেখুন এই সব ছবি 'আমিই ঢং করি!' মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়িতে সেজে জমিয়ে পোজ সৌমিতৃষার, কেমন লাগল? 'নবরাত্রির সময় একজন মহিলা মুখ্যমন্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে বিজেপি...' বোলিংয়ের সময় গম্ভীরের কোন টোটকায় সাফল্য পান নীতীশ? ম্যাচ জিতে রহস্য ফাঁস তারকার… ঢাক বাজছে চড়াম চড়াম, মেয়েকে নিয়ে গ্রামের পুজোয় কেষ্ট, দিলেন না অঞ্জলি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা! মহাষ্টমীর দিন ছেলের সঙ্গে মায়ের সামনে হল্লোড় কোয়েলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.