৩ জুলাই আকস্মিক ভাবেই ছন্দপতন ঘটে ‘সারেগামাপা’ খ্যাত শিল্পী অ্যালবার্ট কাবোর জীবনে। এদিনই কাবো এবং তাঁর স্ত্রী পূজা তাঁদের একমাত্র সন্তান, আট মাসের ছোট্ট এলভিনকে হারান। এই কথা গায়ক নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন। দুঃখে যন্ত্রণায় যে তাঁদের দিন কাটছে সেটাই আবার যেন কবোর স্টোরিতে ধরা পড়ল।
এদিন কবো তাঁর স্ত্রী পূজার সঙ্গে একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রাম স্টোরিজে। সেখানে তাঁদের পাশাপাশি বসে থাকতে দেখা যায়। দুজনের মুখই মলিন। তাতে বেদনার ছাপ স্পষ্ট। না, কাবো এই ছবির সঙ্গে কোনও ক্যাপশন বা কিছুই লেখেননি। তিনি কেবল ‘নেয়না’ গানটি ছবির সঙ্গে জুড়ে দেন। ‘দঙ্গল’ ছবির এই গানটিতে যে কতটা যন্ত্রণা, কষ্ট লুকিয়ে আছে সেটা বলার অপেক্ষা রাখে না। গানে গানে মনের কথা যেন বোঝালেন এই কন্যাহারা পাহাড়ি যুবক।
মেয়ে চলে গেলেও যে জীবন থেমে নেই। সেও তো তার মতো ছুটে চলেছে। তাই যেন যন্ত্রণাকে সঙ্গে নিয়েই জীবনের পথে এগোচ্ছেন কাবো আর তাঁর স্ত্রী। মেয়ের স্মৃতি বুকে নিয়েই গতকাল কাজে ফেরার কথাও জানিয়েছেন কাবো।
তিনি এদিন একটি পোস্টার পোস্ট করে জানান কেউ যদি চান তাঁদের উল্লিখিত নম্বরে যেন ফোন করে বুক করেন। কাবো অ্যান্ড টিমের একটি ছবিও শেয়ার করেন তিনি।
আরও পড়ুন: বিক্রমের জায়গায় রণবীরের মুখ! অ্যানিম্যালের পোস্টার দেখে ক্ষুব্ধ তথাগতরা
তাঁর ভক্তরা অনেকেই তাঁর এই পোস্টে কমেন্ট করেছেন। কেউ কেউ সমবেদনা জানিয়েছেন তো কেউ তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'আমরা তোমার পাশে আছি। তুমি শক্ত থেকো। ঈশ্বর সব ভালো করবেন।' আরেকজন লেখেন, 'আমরা তোমার সঙ্গে আছি। তুমি কাজে ফেরো আবার।'
প্রসঙ্গত ৪ জুলাই এই গায়ক তাঁর সোশ্যাল মিডিয়ায় মেয়ের কথা জানিয়ে লেখেন, ' গল্পটা শেষ হলেও যাত্রা শেষ হয়নি। আমাদের জীবনের সব থেকে মিষ্টি গানটি তুমিই গেয়েছ। আমাদের জীবনে ধ্রুবতারা হয়ে থেকো তিনি। তোমার আত্মার শান্তি কামনা করি এলভিন লেপচা।'