বাংলা নিউজ > বায়োস্কোপ > Alec Baldwin's Case Update: স্বস্তি অ্যালেক বল্ডউইনের, হত্যার মামলা থেকে তাঁকে মুক্তি দিচ্ছে মৃতের পরিবার

Alec Baldwin's Case Update: স্বস্তি অ্যালেক বল্ডউইনের, হত্যার মামলা থেকে তাঁকে মুক্তি দিচ্ছে মৃতের পরিবার

অ্যালেক বল্ডউইন

Alec Baldwin: অ্যালেক বল্ডউইনের হাত থেকে চলে যাওয়া বন্দুকের গুলিতে মৃত্যু হয় সিনেম্যাটোগ্রাফারের। তাঁর পরিবার বল্ডউইনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিল। 

আপাতত কিছুটা স্বস্তিতে অ্যালেক বল্ডউইন এবং ‘রাস্ট’ ছবির প্রযোজকরা। এক মর্মান্তিক ঘটনার কারণে বন্ধ হয়ে গিয়েছিল ছবির শ্যুটিং। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা এবং প্রযোজকদের মধ্যে একজন অ্যালেক বল্ডউইনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল হত্যার। সেই অভিযোগ থেকে আপাতত মুক্তি পাচ্ছেন তিনি। এবং আবার শুরু হচ্ছে ছবির শ্যুটিং। 

ঘটনাটি কী ঘটেছিল? গত বছর ‘রাস্ট’ ছবির শ্যুটিং চলাকালীন অ্যালেক বল্ডউইনের হাতে থাকা একটি বন্দুক থেকে গুলি চলে যায়। ছবির কলাকুশলীরা তখন একটি চার্জের ভিতরে শ্যুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময়ে তাঁর হাত থেকে গুলি চলে। গুলি লাগে ছবির সিনেম্যাটোগ্রাফার হ্যালিনা হাচিন্সের গায়ে। তিনি মারা যান। 

এর পরেই হ্যালিনার স্বামী এবং পরিবারের বাকিরা বল্ডউইনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাঁদের তরফে বলা হয়, বল্ডউইনই এই মৃত্যুর জন্য দায়ী। যদিও এর পরে বল্ডউইন বেশ কয়েক বার দাবি করেন, তিনি বন্দুকটির ট্রিগারে চাপ দেননি। কিন্তু পরে ময়নাতদন্তে জানা যায়, ট্রিগারে চাপ না দিলে ওই বন্দুক থেকে গুলি চলার কথা নয়। বল্ডউইন তখন বলেছিলেন, বন্দুকটি আসল বা বন্দুকে গুলি ছিল, সেটিও তিনি জানতেন না। যদিও সেই দাবিও প্রমাণ করা যায়নি। 

শুধু মাত্র এটি নিয়ে অনেকেই এক মত ছিলেন, গুলিটি তিনি অনিচ্ছাকৃতভাবেই চালান। সেটি যে হ্যালিনার গায়ে লাগতে পারে, সে বিষয়ে কোনও ধারণা তাঁর ছিল না। এবং তাঁকে হত্যা করার কোনও উদ্দেশ্যও পাওয়া যায়নি। কিন্তু হ্যালিনার পরিবার এই ঘটনায় বল্ডউইনকেই দায়ী করে। এবং এতে থবির শ্যুটিংও বন্ধ হয়ে যায়। 

সব মিলিয়ে বেশ চাপেই পড়েন অভিনেতা এবং প্রযোজক। কিন্তু সেই চাপ কাটতে চলেছে। জানা গিয়েছে, বল্ডউইন এবং ছবির অন্য প্রযোজকদের সঙ্গে কথাবার্তা বলেছেন হ্যালিনার পরিবারের সদস্যরা। তাঁরা অভিযোগ তুলে নিতে চাইছেন। সব ঠিকঠাক চললে আগামী জানুয়ারিতেই আবার শুরু হতে চলেছে এই ছবির শ্যুটিং।

বন্ধ করুন