বাংলা নিউজ > বায়োস্কোপ > Kapil Sharma-Ali Asgar: 'ভাবতে পারিনি যে...', বন্ধু কপিল শর্মাকে নিয়ে এ কী বললেন আলি আসগর!

Kapil Sharma-Ali Asgar: 'ভাবতে পারিনি যে...', বন্ধু কপিল শর্মাকে নিয়ে এ কী বললেন আলি আসগর!

কপিলকে নিয়ে কী বললেন আলি?

কপিল শর্মার সঙ্গে এক সময়ে কাজ করেছেন আলি। 'কমেডি নাইটস উইথ কপিল'-এ 'দাদি'র চরিত্রে দেখা যেত তাঁকে।

বন্ধুর সঙ্গে দীর্ঘ দিন দেখা নেই। হয় না কথাও। দেখতে দেখতে কেটে গিয়েছে পাঁচটা বছর। সময় গড়ালেও অভিনেতা আলি আসগরের আফসোস এখনও অমলিন।

কপিল শর্মার সঙ্গে এক সময়ে কাজ করেছেন আলি। 'কমেডি নাইটস উইথ কপিল'-এ 'দাদি'র চরিত্রে দেখা যেত তাঁকে। দুই অভিনেতার যুগলবন্দি ছিল দেখার মতো। তাঁদের অম্লমধুর রসায়ন, খুনসুটি মন জয় করেছিল দর্শকের। কিন্তু এই সাফল্যের পরেও কপিলের অনুষ্ঠান থেকে সরে যান আলি। তার পর আর একসঙ্গে কাজ করেননি তাঁরা। কিন্তু সেই ছবি কি বদলে যেতে পারে ভবিষ্যতে? ফের জুটি বাঁধবেন দুই অভিনেতা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে আলি বলেন, 'আসলে এগুলো নিয়ে কিছুই বলা যায় না। আন্দাজও করা যায় না। কখনও ভাবিনি যে আমি ওই অনুষ্ঠানে আর কাজ করব না। তাই আবার ফিরে যাব কি না, তা-ও এখনও জানি না।'

(আরও পড়ুন: সবেধন নীলমণি একটা হিট! ‘কাঠপুতলি’ নিয়ে ঠাট্টা করতেই কপিলকে জোর ধমক অক্ষয়ের)

দীর্ঘ সময় পেরিয়েছে। কিন্তু আলি বা কপিল কথা বলেননি একে ওপরের সঙ্গে। অভিনেতা বললেন, 'আমি অনুষ্ঠান ছেড়ে দেওয়ার পর কপিলের সঙ্গে আর কথা হয়নি। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। অনেক সময়ই আমরা একে অপরের ফোন তুলতে পারিনি। আমাদের দেখাও হয়নি। তাই একসঙ্গে কাজ করা হবে কি না, তা বলতে পারব না।'

(আরও পড়ুন: ‘ওটা আমারও শো’, ‘দ্য কপিল শর্মা শো’তে ফেরার ইঙ্গিত দিলেন ক্রুষ্ণা?)

শৈল্পিক মতপার্থক্যের কারণে কপিলের অনুষ্ঠান থেকে সরে এসেছিলেন আলি। কিন্তু তা নিয়ে কোনও তিক্ততা নেই অভিনেতার মনে। আলি বললেন, 'হয়তো এমন একটা দিন আসবে যখন আমরা আবার একসঙ্গে কাজ করব। বাকিটা সময় বলুক।'

বন্ধ করুন