দীপবীরের আগে বাবা-মা হলেন বলিউডের আরেক তারকা দম্পতি। বাবা-মা হলেন আলি ফজল ও রিচা চড্ডা। দ্বিতীয় বিবাহবার্ষিকীর ঠিক আগে দুই থেকে তিন হলেন তাঁরা। দু-দিন আগে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘ফুকরে’ অভিনেত্রী। মঙ্গলবার রিচার কোল আলো করে আসে তাঁর প্রথম সন্তান।
প্রথম সন্তানের আগমনের ঠিক আগে মাতৃত্বকালীন ফটোশুটের জন্য পোজ দিয়েছিলেন রিচা। সেই ছবির কমেন্ট বক্স বন্ধ রেখে জানিয়েছিলেন, জীবনে প্রথমবার এত প্রাইভেট কোনও মুহূর্ত তিনি সমাজমাধ্যমে শেয়ার করলেন। সেই ভাইরাল ফটোশ্যুট নিয়ে চর্চার মাঝেই এল সুখবর।
সন্তানের আগমনের কথা ঘোষণা করলেন আলি ফজল ও রিচা চাড্ডা
যৌথ বিবৃতিতে এই দম্পতি জানান, ‘১৬.০৭.২৪ তারিখে (মঙ্গলবার) একটি সুস্থ কন্যা সন্তানের আগমনের কথা ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত, খুব উত্তেজিত! আমাদের গোটা পরিবার আনন্দিত এবং আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের তাদের ভালবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাই!’ এখনও মেয়ের নাম প্রকাশ্যে আনেননি দুজনে। তাঁর ঝলকও সামনে আনেননি।
সম্প্রতি একটি মাতৃত্বকালীন ফটোশুটের জন্য পোজ দিয়েছেন তারকা দম্পতি। ছবিতে আলি বউয়ের বেবি বাম্প আগলে রয়েছেন।
রিচা লিখেছেন, ‘এত বিশুদ্ধ প্রেম আলোর রশ্মি ছাড়া পৃথিবীতে আর কী আনতে পারে? এই অবিশ্বাস্য যাত্রায় আমার সঙ্গী হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ আলি ফজল, এই জীবদ্দশায় এবং তারও পরে, তারার আলো এবং ছায়াপথের মধ্য দিয়ে ... ..’।
হবু সন্তানকে নিয়ে রিচা লিখেছিলেন, ‘আমরা যেন একজন আলোর যোদ্ধার জন্ম দিতে পারে, সে যেন সহানুভূতিশীল, নিরাময় এবং সর্বোপরি ভালোবাসায় ভরপুর হয়’।
রিচা চাড্ডা এবং আলি ফজলের দেখা হয়েছিল ফুকরের সেটে। এই দম্পতি ২০২২ সালের সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আইনি বিয়ের পর ৪ অক্টোবর লখনউতে গাঁটছড়া বাঁধেন এই জুটি। গত ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন রিচা। রিচা এবং আলি একটি যৌথ পোস্টে গর্ভাবস্থার খবরটি শেয়ার করে লিখেছিলেন, ‘আমাদের দু’জনের পৃথিবীতে এক মৃদু হৃদস্পন্দন সবচেয়ে বড় শব্দ হয়ে আসছে।’
বলিউডে এখন খুদে সদস্যের ছড়াছড়ি। চলতি বছরের গোড়ার দিকেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা। ওদিকে মা হয়েছেন ইয়ামি গৌতমও। রিচার পর এবার দীপিকার হবু সন্তানের অপেক্ষায় দিন গুণছেন অনুরাগীরা। সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম দেবেন রণবীর ঘরণী।