Ali Fazal-Richa Chadha wedding: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ৬ অক্টোবর বিয়ে পিঁড়িতে বসবেন আলি ফজল-রিচা চাড্ডা। চার হাত এক হবে। শুরু করবেন জীবনের নতুন অধ্যায়।
1/5উৎসবের মরসুমে বলিউডে বাজল বিয়ের সানাই। দীর্ঘ দিনের সম্পর্ক। এক ছাদের নীচেই থাকতেন তাঁরা। এ বার চার হাত এক হওয়ার পালা। ইতিমধ্যেই প্রাক-বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আলি ফজল এবং রিচা চাড্ডার। শুক্রবার, ২৯ সেপ্টেম্বর দিল্লির জিমখানা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে তাঁদের গায়ে হলুদ এবং সঙ্গীত অনুষ্ঠান। নেটমাধ্যমে ভাইরাল হয়েছে অন্দরের ছবি।
2/5ছবিতে হবু দম্পতিকে অতিথিদের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। রিচা অনুষ্ঠানের জন্য রাহুল মিশ্রের একটি কাস্টম পোশাক পরেছিলেন। আলি ফজল আবু জানি এবং সন্দীপ খোসলার কালেকশন থেকে একটি আংরাখা পরেছিলেন।
3/5তারকা জুটির প্রাক-বিয়ের অনুষ্ঠানের ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। মেহেন্দির পর, গায়ে হলুদ এবং সঙ্গীতের অনুষ্ঠানের এই ছবিও ভাইরাল হয়েছে তাঁদের। তারকা যুগলের প্রাক-বিয়ের অনুষ্ঠানে ধরা পড়েছে নানা মুহূর্ত।
4/5তাঁদের দুজনের হাত ফুলের পাপড়িতে ভরা। গায়ে হলুদের অনুষ্ঠানে ভালোবাসার মানুষের সঙ্গে লেন্সবন্দি হয়েছেন রিচা। বর-কনের রসায়নে আরও একবার মুগ্ধ নেটিজেন। দু'জনের মুখেই উজ্জ্বল হাসি।
5/5কাছের মানুষদের নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন রিচা-আলি। সঙ্গীত অনুষ্ঠান থেকে এই ছবি। শুক্রবার, দম্পতি একই স্থানে একটি ককটেল এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যেখানে ৩০০ জন অতিথি উপস্থিত হয়েছিলেন। নাচগান, হইহুল্লোড়ের পাশাপাশি ছিল এলাহি খাওয়াদাওয়ার আয়োজন।