সদ্যই বাবা মা হয়েছেন রিচা চাড্ডা এবং আলি ফজল। তাঁদের জীবন আলো করে এসেছে তাঁদের মেয়ে। গত মঙ্গলবার মেয়ের জন্মের পর এদিন তাঁরা প্রকাশ্যে আনলেন মেয়ের প্রথম ছবি। আলাপ করালেন একরত্তির সঙ্গে। জানালেন মেয়ের মুখের দিকে তাকিয়েই তাঁদের অনেকটা সময় কেটে যাচ্ছে। সেই খুদের ছবি দেখে তাকে আদর এবং ভালোবাসা জানিয়েছে দুই তারকার অনুরাগীরা।
আরও পড়ুন: 'সত্যিই অনেকটা সময় লাগে...' সোহিনী - শোভনের বিয়ের কয়েকদিনের মধ্যে হঠাৎ কী নিয়ে এমন লিখলেন ইমন?
মেয়ের ছবি পোস্ট করলেন রিচা এবং আলি
এদিন আলি একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে তোয়ালে মোড়ানো একরত্তির দুই পায়ের ছবি দেখা যাচ্ছে। এই ছবিটি পোস্ট করে অভিনেতা লেখেন, 'একটা যৌথ ঘোষণা করছি আমাদের জীবনে সব থেকে বড় মানুষটাকে নিয়ে। আমরা সত্যিই আশীর্বাদধন্য। আমাদের ছোট্ট মেয়েটা আমাদের সারাক্ষণ ব্যস্ত করে রেখেছে। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আশীর্বাদ জানানোর জন্য।'
কে কী লিখলেন?
আলি ফজলের এই ছবিতে মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা চোপড়া সহ পান নলিন, কঙ্কনা সেনশর্মা, মনীষা কৈরালা, কল্কি কোয়েচলিন, জিম্মি শেরগিল, নীতি মোহন, তাপসী পান্নু, ঋদ্ধিমা পণ্ডিতের মতো তারকারা। তাঁরা আলি এবং রিচাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি খুদের জন্য আশীর্বাদ পাঠিয়েছেন।
আরও পড়ুন: রূপঙ্করের ও চাঁদের সঙ্গে মিশল বলিউডি গান! সা রে গা মা পা -এ সপ্তপর্ণীর পারফরমেন্স দেখে কী করলেন ইমন - জোজো?
প্রসঙ্গত ২০২০ সালে আইনি ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রিচা চাড্ডা এবং আলি ফজল। ২০২২ সালে সামাজিক ভাবে বিয়ে করেন। এরপর ২০২৪ এর ফেব্রুয়ারি মাসে জানান রিচা গর্ভবতী। তাঁদের প্রথম সন্তান আসছে।