অভিনেতা তথা লেখক ফোবি ওয়ালার ব্রিজের আসন্ন সিনেমা ‘রুল ব্রেকার্স’ - এ অভিনয় করতে চলেছেন আলি ফজল। এই সিনেমার গল্প আফগানিস্তানের পটভূমিতে তৈরি করা হয়েছে। সিনেমা বাছাই নিয়ে কথা বলতে গিয়ে আলি বলেন, তিনি আর কোনও সিনেমার সিক্যুয়েলে অভিনয় করতে চান না।
‘থ্রি ইডিয়টস’, ‘ববি জাসুস’, ‘মেট্রো ইন দিনো’, ‘হ্যাপি ভাগ জায়গি’ সহ বহু সিনেমায় অভিনয় করেছেন আলি। তবে মির্জাপুর সিনেমায় অভিনয় করে সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেতা। পরবর্তী সময়ে ‘ফিউরিয়াস ৭’ - এ অভিনয় করে হলিউডের পদার্পণ করেছিলেন তিনি।
আরও পড়ুন: ‘বাংলাদেশের মেধবীদের ভারতের পতাকাকে পায়ে মাড়িয়ে যে সুখ…’! এবার মুখ খুললেন তসলিমা
আরও পড়ুন: 'আজ রাতে আর ওর ঘুম আসবে না...', যুবরাজ-ভক্তের জন্য কৌন বনেগা ক্রোড়পতিতে বিশেষ চমক অমিতাভের!
মির্জাপুর অভিনেতা অভিনয় নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীলতা গ্রহণ করা উচিত। একই সিনেমার গল্প বারবার ব্যবহার করে সিনেমা তৈরি করাটা আদৌ বুদ্ধিমানের কাজ নয়। একই রকম গল্প মানুষ বারবার দেখতে একেবারেই পছন্দ করেন না।’
তিনি আরও বলেন, ‘ফর্মুলা সিনেমাগুলি মাঝে মাঝে সাফল্য অর্জন করে ঠিকই কিন্তু তার গল্পের বুনন নতুন হয় না। এ সমস্ত সিনেমার গল্প কেমন হবে তা আগে থেকেই আঁচ করতে পারে মানুষ। ফুকরে ৩ সিনেমায় অভিনয় না করার জন্য আমি অনেক সমালোচনা পেয়েছি কিন্তু আমার মনে হয়েছিল একই রকম চরিত্রে আমি আটকে থেকে গিয়েছি, তাই আমি এই সিনেমা থেকে দূরে থাকতে চেয়েছিলাম।’
আরও পড়ুন: অনন্যার বোন রাইসার CV ভাইরাল! তাঁর কাজের অভিজ্ঞতা দেখে হুলুস্থুল নেটপাড়ায়
আলির কথায়, ‘সত্যজিৎ রায়, শশী কাপুর সিনেমা জগতের ভিত্তি অনেক আগে স্থাপন করে গেছেন। মানুষ এখনও শশী কাপুরের কথা বলেন। ইরফান খানের মতো অভিনেতাদের আমরা হারিয়েছি, যা সত্যি অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। একদিন ভালো অভিনেতা হিসেবে, প্রত্যেকে ভাল কাজ করতে চায়, তাতে দোষের কিছু নেই।’
প্রসঙ্গত, ‘রুল ব্রেকার্স’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন আলি ফজল এবং ওয়ালার ব্রিজ। যদিও এই দুই তারকা, একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন না। ২০২৫ সালের মার্চ মাসে এই সিনেমাটি মুক্তি পাবে সিনেমাহলে।