বাংলা নিউজ > বায়োস্কোপ > Ali Zafar's Viral Video: দিলীপ কুমারের অদেখা ভিডিয়ো পোস্ট আলি জাফরের, জাভেদ প্রসঙ্গ ভোলাতেই কি এই ব্যবস্থা?

Ali Zafar's Viral Video: দিলীপ কুমারের অদেখা ভিডিয়ো পোস্ট আলি জাফরের, জাভেদ প্রসঙ্গ ভোলাতেই কি এই ব্যবস্থা?

দিলীপ কুমারের অদেখা ভিডিয়ো পোস্ট আলির

Ali Zafar's Viral Video: প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের একটি ভিডিয়ো সম্প্রতি শেয়ার করলেন পাকিস্তান অভিনেতা তথা গায়ক আলি জাফর। তাঁর এই ভিডিয়ো মুগ্ধ করেছে অনেককেই।

পাকিস্তান অভিনেতা আলি জাফর সম্প্রতি প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের একটি অদেখা ভিডিয়ো প্রকাশ্যে আনলেন। সেখানে দিলীপ কুমারকে গান গাইতে দেখা যাচ্ছে। মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি তিনি এই ভিডিয়ো পোস্ট করেন। আর তাঁর ভিডিয়ো থেকেই দিলীপ কুমারের একটি অজানা গুণ প্রকাশ্যে এল। অভিনয়ের পাশাপাশি তিনি যে এত ভালো গান গাইতে পারতেন সেটা অনেকেই বোধহয় জানত না।

আলি জাফরের শেয়ার করা ভিডিয়োতে দিলীপ কুমারকে একটি স্মার্ট, ডিপ রঙের স্যুট পরে গান গাইতে দেখা যাচ্ছে। তিনি প্রতিটা সুর দারুণ ভাবে লাগিয়ে গানটি গান। আলি জাফর ভিডিয়োটি শেয়ার করে লেখেন, 'অভিভূত হয়ে গেলাম দিলীপ কুমারের গায়কি দেখে। এটি একটি লাইভ অনুষ্ঠান। তাঁর গলার টেক্সচার শুনুন, সুর দেখুন। উনি তো ওঁর গানগুলো নিজেই গাইতে পারতেন।'

ভক্তরা মুগ্ধ হয়েছেন এই ভিডিয়ো দেখে। এক ব্যক্তি লেখেন, ' কী ভালো! এটা সত্যি দিলীপ কুমারের একটি ভিডিয়ো।' আরেক ব্যক্তি লেখেন, ' ভারত এবং ভারতবাসীদের মুগ্ধতা এখনও কমল না।'

কিছুদিন আগেই আলি জাফর জাভেদ আখতারকে একহাত নিয়েছিলেন পাকিস্তানের বিষয়ে তাঁর মন্তব্যের কারণে। সেখানে গিয়ে জাভেদ আখতার মুম্বই হামলার কথা তোলেন। সেই প্রসঙ্গে আলি তাঁকে কড়া উত্তর দেন।

পাকিস্তানে বসেই পাকিস্তানের সমালোচনা করে ভারতে দারুণ প্রশংসার পেয়েছেন জাভেদ, কিন্তু গীতিকারের উপর বেজায় চটেছেন প্রতিবেশি দেশের শিল্পীরা। গোটা বিষয় নিয়ে কড়া ভাষায় জাভেদকে আক্রমণ শানান আলি জাফর। তিনি জাভেদের নাম না করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি একজন গর্বিত পাকিস্তানি এবং স্বাভাবিকভাবেই পাকিস্তানি হিসাবে নিজের দেশ বা জনগণের বিরুদ্ধে কোনও বিস্ফোরক বক্তব্যকে প্রশংসা সহ্য করব না। আমরা সকলেই জানি যে পাকিস্তান সন্ত্রাসবাদের কারণে কতটা ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ভুগছে। তাই এই ধরনের সংবেদনশীল এবং অযাচিত মন্তব্য অনেক মানুষের অনুভূতিকে গভীরভাবে আঘাত করতে পারে।’ এবার সেটার রেশ কাটতে বা কাটতেই তিনি দিলীপ কুমারের এই ভিডিয়ো প্রকাশ্যে আনলেন।

বন্ধ করুন