বাংলা নিউজ > বায়োস্কোপ > Neetu Kapoor: কেমন আছে ‘রালিয়া’র সন্তান? নতুন মা আলিয়ার শরীরই বা কেমন? জবাব দিলেন নীতু কাপুর

Neetu Kapoor: কেমন আছে ‘রালিয়া’র সন্তান? নতুন মা আলিয়ার শরীরই বা কেমন? জবাব দিলেন নীতু কাপুর

নীতু কাপুর (ANI )

Neetu Kapoor on Alia and her baby: রণবীর-আলিয়ার সন্তানের প্রথম ঝলকের অপেক্ষায় আকুল ভক্তরা। সোমবারও আলিয়া ও নাতনিকে দেখতে হাসপাতালে পৌঁছেছিলেন নীতু কাপুর। বাড়ি ফিরে পাপারাৎজিদের মুখোমুখি হন ঠাকুমা। 

দু-দিন আগেই রণবীর-আলিয়ার কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। বেবি কাপুরকে নিয়ে নেটপাড়ায় চর্চার শেষ নেই। আলিয়া-রণবীরের সন্তানকে কেমন দেখতে? তাঁর নাম কী হবে? সেই নিয়ে আলোচনা জারি রয়েছে। রবিবারের পর সোমবারও বউমা ও নাতনিকে দেখতে হাসপাতালে পৌঁছেছিলেন নীতু কাপুর। এদিন রাতে হাসপাতাল থেকে বাড়ি ফিরে পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হলেন রণবীরের মা। ঘরে লক্ষ্মী এসেছে, খুুশিতে ডগমগ নীতু কাপুর।

এদিন নতুন ঠাকুমার কাছ থেকে বেবি কাপুরের খোঁজখবর নিল পাপারাৎজিরা। আলিয়া কেমন আছেন, সেই প্রশ্নও নীতুর কাছে রাখেন তাঁরা। নীতু স্পষ্ট জানান, ‘বেবি আর মা দুজনেই একদম সুস্থ আছে’।

‘রালিয়া’র সন্তানের নাম কী হবে? সেই প্রশ্নও এদিন নীতুর কাছে রাখেন তাঁরা। জবাবে তিনি জানান, ‘আরে এখন কোথায়? এত তাড়াতাড়ি! কিছু ঠিক হয়নি’। পাপারাৎজিদের সঙ্গে কথা বলার সময় নীতুর ঠোঁটের কোণের হাসি ছিল অটুট। যা দেখে ফ্যানেরা বলছেন, ‘দাদি হওয়ার আনন্দে ভাসছেন নীতু, খুব স্বাভাবিক’।

রণবীর-আলিয়ার দাম্পত্যে এখন নতুন প্রাণের স্পন্দন। গতকাল (রবিবার) মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে মেয়ের জন্ম দেন আলিয়া। কাকতালীয়ভাবে এই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ঋষি কাপুর।

মা হওয়ার পর ইনস্টাগ্রামে সিংহ, সিংহী এবং তাঁদের একটি শাবকের ছবি পোস্ট করে আলিয়া লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা খবর…. আমাদের সন্তান ভূমিষ্ঠ হয়েছে… একদম জাদুতে ভরপুর আমাদের কন্যে। আমরা ভালোবাসার জোয়ারে ভাসছি। আর্শীবাদ-ধন্য বাবা-মা আমরা….রণবীর ও আলিয়ার তরফে অনেক ভালোবাসা!!!!'

রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ স্বামী রণবীরের সঙ্গে হাসপাতালে পৌঁছেছিলেন অন্তঃস্বত্ত্বা আলিয়া। শুধু রণবীর নন, আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট এবং বেবি কাপুরেরর ঠাকুমা নীতু কাপুরও উপস্থিত রয়েছেন হাসপাতালে। গত এপ্রিলেই ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সারেন রণবীর-আলিয়া। বিয়ের দেড় মাসে মাথাতেই প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে এনেছিলেন আলিয়া।

 

 

বন্ধ করুন