কাজের ব্যস্ততা তো থাকেই। তবে এই মুহূর্তে নিজের জীবনে সব থেকে সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রণবীর-আলিয়া। আপাতত তাঁরা সপরিবারে রয়েছেন গুজরাটের জামনগরে। সেখানেই বসেছে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানের আসর। তাতেই যোগ দিতে গুজরাটে রয়েছেন রণবীর-আলিয়া। সঙ্গে গিয়েছে মেয়ে রাহা।
এদিকে প্রাক-বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মেয়ে রাহার সঙ্গে সুন্দর সময় কাটিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করছেন না 'রণলিয়া' জুটি। শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটা ছবি। যেখানে রণবীর-আলিয়ার সঙ্গে দেখা যাচ্ছে তাঁদের পরিচালক বন্ধু অয়ন মুখোপাধ্যায়কে। তাঁর থেকে অল্প দূরে সবুজ মাঠে, মিঠে রোদ মেখে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট 'কাপুর কন্যে' রাহা। পিছনে হাত দিয়ে তখন টলমল পায়ে হেঁটে বেড়াচ্ছে রাহা। সবে হাঁটতে শিখেছে সে।
মেয়েকে হাসিমুখে হাতের ইশারায় ডাকছেন রণবীর। তাঁর পরনে কালো শর্টস ও লাল শার্ট। অন্যদিকে আলিয়া পরেছেন নীল রঙের একটা গাউন ড্রেস। তিনিও মেয়ের দিকেই তাকিয়ে রয়েছেন। তাঁদের পাশে পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে সাদা টি-শার্ট ও শর্টসে দেখা যাচ্ছে। আরও একটা ছবিতে শুধু রণবীর-আলিয়া আর রাহাকে দেখা যাচ্ছে।
আরও পড়ুন-‘মালাবদল হবে এরাতে…’, সোহাগে, হলুদে মাখামাখি কাঞ্চন-শ্রীময়ী
এদিকে শুক্রবার রাতে অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে নীল রঙের ভেলভেট টিউব গাউনে দেখা যায় আলিয়া ভাটকে। অন্যদিকে রণবীর কাপুরকে কালোর রঙের ব্লেজারে দেখা গিয়েছে। ২৯ ফেব্রুয়ারি, ২০২৪-এ, রণবীর কাপুরকে বিমানবন্দরে নীতু কাপুর, আলিয়া ভাট এবং রাহা কাপুরের সাথে দেখা গিয়েছিল।
প্রসঙ্গত ২০২২-এর ৬ নভেম্বর জন্ম হয় রণবীর-আলিয়া কন্যা রাহার। ২০২৩ নভেম্বরে ১ বছর বয়স হয়েছে রাহার। বর্তমানে রাহার বয়স ১ বছর ৩ মাস।