বাংলা নিউজ > বায়োস্কোপ > করণের নির্দেশ; দীপিকা নয়, আলিয়ার ভেজা ঠোঁটে উষ্ণ চুম্বন আঁকবেন রণবীর!

করণের নির্দেশ; দীপিকা নয়, আলিয়ার ভেজা ঠোঁটে উষ্ণ চুম্বন আঁকবেন রণবীর!

'গাল্লি বয়' ছবিতে চুম্বনরত রণবীর-আলিয়া। (ছবি সৌজন্যে - ইউটিউব)

করণ জোহরের নির্দেশে এবার প্রকাশ্যেই আলিয়ার ঠোঁটে চুমু আঁকবেন রণবীর সিং। 

‘গাল্লি বয়’ ছবিতে ঠোঁটে ঠোঁট রেখেছিলেন আগেই। এবার ফের একবার সেই কীর্তি করতে চলেছেন রণবীর সিং এবং আলিয়া ভাট। জানিয়ে রাখা ভালো, সেই চুম্বন মোটেই আলতোভাবে আঁকা হবে না। রীতিমতো যাকে বলে গভীর,উষ্ণ চুম্বন। আর তা মোটেই এক-আধবার হবে না। করণ জোহরের আগামী ছবি 'রকি অউর রানি কী প্রেম কাহানি'র বেশ কয়েকটি দৃশ্যে আলিয়ার ভেজা ঠোঁটে চুমু আঁকবেন 'রকি'।

আলিয়া ভাট ও রণবীর সিং। (ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)
আলিয়া ভাট ও রণবীর সিং। (ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)

দিল্লিতে এই ছবির শ্যুটিং শেষ করে সদ্য মুম্বই ফিরেছেন করণ ও তাঁর গোটা টিম। গত কয়েক সপ্তাহে দিল্লির বিভিন্ন প্রান্তে করণ, রণবীর-আলিয়ার এই ছবির শ্যুটিং স্পট থেকে নানান ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ছবি ঘনিষ্ঠ এক সূত্রের খবর, 'রকি অউর রানি কী প্রেম কাহানি'তে নাকি এক উচ্চ মধ্যবিত্ত ঘরের মেয়ে হিসেবে দেখা যাবে 'রানি'কে। অন্যদিকে, অত্যন্ত এক বিত্তশালী পরিবারের ছেলে হিসেবে ছবিতে হাজির হবেন রণবীর। আরও জানা গেছে, ধনলক্ষী এন্টারপ্রাইজ সংস্থার একমাত্র বংশধর হিসেবেই নাকি ছবিতে পেশ করা হবে রণবীরকে। ছবির মূল গল্প এই দুই শ্রেণীর পরিবারের দুই ছেলেমেয়ে কীভাবে একে ওপরের প্রেমে পড়ল। সঙ্গে এই ব্যাপারটি নিয়ে তাঁদের দুই পরিবারের মধ্যে কীভাবে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়, তা নিয়েই এগোবে ছবির গল্প।

প্রসঙ্গত, গত সপ্তাহেই কুতুব মিনারের সামনে ছবির শ্যুটিং সারতে দেখা গেছিল আলিয়া এবং রণবীরকে। বলি-তারকাকে দেখা গেছিল পুরোপুরি রেট্রো লুকে। অন্যদিকে, ফ্লোরাল ডিজাইনের শাড়ি পরে ওই শ্যুট সেরেছিলেন বলি-সুন্দরী। শ্যুটিং সারতে দেখা গেছিল ধর্মেন্দ্র, শাবানা আজমিকেও।

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা? ক্যাবিনেট বৈঠকে পুলিশ কমিশনারকে সরানো নিয়ে সিদ্ধান্ত নিন, মমতাকে নির্দেশ বোসের অবশেষে স্লট পেল আনন্দী! অন্বেষা-ঋত্বিকের 'ঘরওয়াপসি'র জেরে বন্ধ হচ্ছে কোন মেগা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.