প্রকাশ্যে এল আলিয়া ভাটের বহু প্রতিক্ষীত সিনেমা জিগরা-র ট্রেলার। এই ছবিতে আরও অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না। ভাসান বালা পরিচালিত ছবির ট্রেলার ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের।
ছবিতে বেদাঙ্গের দিদির চরিত্রে দেখা যাবে আলিয়াকে। ছোটবেলাতেই ম-বাবাকে হারিয়েছেন তাঁরা। আত্মীয়দের কাছে অযত্নে মানুষ। সেই ভাই-ই বিদেশে পুলিশের হাতে গ্রেফতার। আর ভাইকে ছাড়িয়ে আনতে অসাধ্য সাধন করতে প্রস্তুত দিদি। গোটা টিজার ট্রেলার জুড়ে ব্যবহার করা হয়েছে, ‘ফুলো কা তারকা, সবকা কহেনা হ্যায়, এক হাজারো মে মেরি বহেনা হ্যায়’ গানটি। যা কিশোর কুমারের গাওয়া, দেব আনন্দের সিনেমা হরে রাম হরে কৃষ্ণে প্রদর্শিত হয়েছিল।
আরও পড়ুন: মায়ের মৃত্যুই বেঁধে দিল তন্বী-রাজদীপকে, গণেশ পুজোয় প্রেমে শিলমোহর টলি-তারকার
অ্যাকশন অবতারে দেখা গেল আলিয়াকে। অভিনেত্রীকে দেখা গেল কখনও বুলেট ছুঁড়তে, কখনও মারামাারি করতে, কখনও আবার গাড়ি নিয়ে স্টান্ট করতে। একটি ডায়লগ রয়েছে, ‘এখন আর হিরো হওয়ার দরকার নেই, এখন বেঁচে বেরোতে হবে’। তাতে আলিয়ার চরিত্র বলছে, ‘এখন হিরো তো আমি হবই’। খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে ভাইবোনের কেমিস্ট্রি আলিয়া ও বেদাঙ্গের মাধ্যমে। এর আগে বেদাঙ্গকে দেখা গিয়েছিল জোয়া আখতারের পরিচালনায় দ্য আর্চিস সিনেমাতে।
আরও পড়ুন: আম্বানির ডাকে গণেশ পুজোয় করিনা-সইফ-সোনমরা! কার সাজ বেশি সুন্দর লাগল আপনার
২০২৪ সালের ফেব্রুয়ারিতে, আলিয়া ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবির কাজ শেষ করার পরে জিগরার সেট থেকে ছবি শেয়ার করেছিলেন। পাশাপাশি তাঁর প্রযোজনা সংস্থা, ইটারনাল সানশাইন প্রোডাকশনস-ও টাকাঢেলেছে এতে। পরিচালক ভাসান বালা, যিনি এর আগে ‘মনিকা ও মাই ডার্লিং’, ‘পেডলার্স’ এবং ‘মরদ কো দরদ নেহি হোতা’র মতো সিনেমা পরিচালনা করেছিলেন। আলিয়ার সঙ্গে এটাই প্রথম কাজ ভাসান বালা-র।
আরও পড়ুন: গণপতির সামনে হাত জোড় করে বসে গৌরী! গণেশ পুজো ধুমধাম করে হল শাহরুখের মন্নতে
গত বছর সেপ্টেম্বরে জিগরা ঘোষণা করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল, ছবিটি এক ভাইয়ের প্রতি একটি বোনের ভালবাসার গল্প এবং কীভাবে সে তাকে রক্ষা করার জন্য যে কোনও কিছু করতে পারে।
গত জুনে 'জিগরা'র নির্মাতারা ছবিটির মুক্তির নতুন তারিখ ঘোষণা করেন। এর আগে এটি ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন দর্শকরা ১১ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহে এটি দেখতে পারবেন।