আলিয়া ভাট বরাবরই স্বামী রণবীর কাপুরের হাত ধরে কাজলদের বাড়ির পুজোয় আসেন। কিন্তু এবার রণবীর আগে একা এসেই ঘুরে গেছেন। এবার নবমীর রাতে সেখানে এলেন আলিয়া ভাট। গেলেন অয়ন মুখোপাধ্যায়দের বাড়ির পুজোতেও।
আরও পড়ুন: 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', জার্মানিতে লাইভ শো চলাকালীন রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের
কাজল এবং অয়নদের বাড়ির পুজোয় আলিয়া
আলিয়া ভাট এদিন একটি সোনালি জরির পার এবং ছোট ছোট মোটিফের জারদৌসি কাজ করা লাল অরগাঞ্জা শাড়ি পরে কাজল এবং অয়ন মুখোপাধ্যায়দের বাড়ির পুজোয় গিয়েছিলেন। সঙ্গে পরেছিলেন ম্যাচিং ব্রালেট। সঙ্গে হালকা মেকআপ, একটা মেসি খোঁপা এবং ঝুমকো দিয়ে তিনি সাজ সম্পন্ন করেন। তিনি তাঁর এই সাজ দিয়ে নজর কেড়েছেন সবার।
আরও পড়ুন: নবরাত্রিতে দুঃস্থ শিশুদের সঙ্গে জিৎ-পুত্রর খেলা! দেবীর আরাধনায় মানবসেবায় ব্রতী বাংলার 'বস'
তবে বর মেয়েকে নিয়ে এবার ঠাকুর দেখতে বেরোননি আলিয়া। আবার একাও যাননি। ভাবছেন কে গেলেন অভিনেত্রীর সঙ্গে? নবমীর সন্ধ্যায় তিনি দিদি শাহিন ভাটের সঙ্গে নর্থ বম্বে সর্বজনীন পুজো মণ্ডপে যান। দেবীকে প্রণাম করেন। প্রসঙ্গত এদিন অর্থাৎ ১১ অক্টোবর মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত জিগরা। ফলে সেই ছবির সাফল্য কামনা করেই তিনি এদিন পুজো দেন।
আলিয়া ভাটকে এদিন তাঁর দিদি শাহিন ভাটের সঙ্গে পোজ দিতে দেখা যায়। শাহিন একটি হলুদ রঙের চুড়িদার পরে এসেছিলেন। তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ জমিয়ে আড্ডা দেন কাজল।
আরও পড়ুন : সেলেব হলে কী হবে, অন্যান্য নতুন মায়েদের মতোই বাচ্চা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন দীপিকা, কমছে জৌলুস!
আলিয়া ভাটের আগামী কাজ
আলিয়া ভাটকে বর্তমানে জিগরা ছবিতে দেখা যাচ্ছে মুখ্য ভূমিকায়। এখানে তাঁর সঙ্গে আছেন বেদাং রায়না। ভাই বোনের সম্পর্কের কথা উঠে এসেছে ছবিটিতে। এছাড়া আগামীতে অভিনেত্রীকে সঞ্জয় লীলা বানসালির ছবি লাভ অ্যান্ড ওয়ারে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে থাকবেন রণবীর কাপুর এবং ভিকি কৌশল ।