অন্তঃসত্ত্বা অভিনেত্রী আলিয়া ভাট। স্বামী রণবীর কাপুরের সঙ্গে সম্প্রতি বেবিমুনে ইতালি উড়ে গিয়েছেন তিনি। বলিউডের আরেক আভিনেত্রী সোনম কাপুরও অন্তঃসত্ত্বা। বেবিমুনে সোনমও উড়ে গিয়েছিলেন ইতালিতে। বেবিমুন থেকে ইনস্টাগ্রামের পাতায় একাধিক ছবি শেয়ার করছেন আলিয়া। সম্প্রতি স্বামী তথা অভিনেতা রণবীর কাপুরের একটি ভিডিয়ো ইতালি থেকে শেয়ার করেন নায়িকা।
ভিডিয়োতে ইতালিতে রৌদ্রজ্জ্বল দিনের ঝলক মিলেছে। রণবীর কাপুরকে একটি নীল শার্ট এবং ডেনিম প্যান্টের সঙ্গে মাথা থেকে পা পর্যন্ত নীল পোশাকে দেখা মিলেছে। অভিনেতার চোখে সানগ্লাস। ভিডিয়োতে রণবীরকে ব্রহ্মাস্ত্রের গান ‘দেবা দেবা’য় হাত তুলে নাচ করতে দেখা গিয়েছে। আলিয়া লিখেছেন, ‘আমার জীবনের আলো’। কমেন্টে রণবীরের বোন রিদ্ধিমা কাপুর সাহানি লাল হৃদয়ের ইমোজি শেয়ার করেছেন।
আরও পড়ুন: 'ওঠো, অনেক কাজ আছে', ভেন্টিলেটরে থাকা রাজু শ্রীবাস্তবকে ভয়েস নোট পাঠালেন অমিতাভ
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত বহু প্রতিক্ষীত ছবি ‘ব্রহ্মাস্ত্র'। মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। ছবিতে রণবীরের চরিত্র শিব। তাঁর বান্ধবী ইশার ভূমিকায় আলিয়া। সাই-ফাই ফ্রাঞ্চাইসিতে আরও অভিনয় করবেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়। ছবিতে ক্যামিও চরিত্রে থাকছেন ডিম্পল কাপাডিয়াও।
প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। বিগত ৫ বছর ধরে এই ছবি নিয়ে জুটির ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের শেষ নেই। ২০২২ সালের ৯ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'। তিনটি পার্টে তৈরি হবে ‘ব্রহ্মাস্ত্র', গত ৮ বছর ধরে এই ছবির উপর কাজ করছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম ভাষাতেও মুক্তি পাবে রণবীর-আলিয়ার এই ছবি।
আরও পড়ুন: ‘ছোটু ভাইয়া তুমি বরং ব্যাট বল..’, উর্বশীর মন্তব্যের পর নতুন রহস্যময় পোস্ট ঋষভের
এই ছবির সেটে বন্ধুত্ব, তারপর প্রেম আর ছবির মুক্তির আগেই বিয়ে সেরেছেন ‘রালিয়া’। উল্লেখ্য, ১৪ এপ্রিল বিয়ে করেছেন বলিউডের তারকা জুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাট। জুন মাসেই মা হতে চলার খবর দিয়েছেন আলিয়া। তখন তিনি দেশের বাইরে নিজের হলিউড ডেবিউ ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটে।
আরও পড়ুন: ‘স্বামীট্বামীরা আজ আছে, কাল নেই! সন্তান চিরদিনের’, পরীমণিকে বিশেষ উপদেশ তসলিমার
সম্প্রতি আলিয়া শেষ করেছেন করণ জোহরের পরিচালনায় ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র শ্যুটিং। শোনা যাচ্ছে, নভেম্বরে আসতে চলেছে রণবীর আর আলিয়ার সন্তান। অভিনেতা রণবীর কাপুরকে বিয়ের মাস-দুই পরেই আলিয়া ভাট ঘোষণা করেছিলেন তিনি অন্তঃসত্ত্বা।
অন্তঃসত্ত্বা হওয়ার পর তাঁর কতটা যত্ন নিচ্ছেন রণবীর? এই সংবাদমাধ্যমের এই প্রশ্নে আলিয়া বলেন, ‘ও সবসময়ই আমার খুব যত্ন নেয়। যদি জিজ্ঞেস করেন ও আমার পা টিপে দেয় কিনা, তাহলে বলব না। কিন্তু আমাকে বিশেষ মনে করানোর জন্য ও অনেক কিছু করে। এখন তো আরও বেশি করে।’