২০২৩ সালে মেট গলায় অংশগ্রহণ করেছিলেন আলিয়া ভাট। অনুষ্ঠানে আলিয়ার মার্জিত শাড়ির লুক মুগ্ধ করেছিল সকলকে। এবার ২০২৫ সালে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে যোগদান করতে চলেছেন অভিনেত্রী। কান ফেস্টিভ্যাল নিয়ে কী বললেন আলিয়া?
খুব কম বয়সে যে সমস্ত অভিনেত্রী বলিউডে নিজেদের জায়গা করে নিতে পেরেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন আলিয়া ভাট। শুধু বলিউড নয়, হলিউডেও একইভাবে তিনি নিজের স্থান অর্জন করেছেন। প্রত্যেকটি সিনেমায় অন্যরকম চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার জন্য তিনি বারবার প্রশংসিত হয়েছেন সমালোচকদের কাছ থেকে।
আরও পড়ুন: সারাভাই পরিবারে ভাঙন? রত্না পাঠকের ‘করওয়া চৌথ’ বিতর্কে মুখ খুললেন রাজেশ কুমার
আরও পড়ুন: পাঠান-অ্যানিম্যালের রেকর্ড ভাঙার মুখে ছাবা! ২৭ দিনে কত আয় করল ভিকির ছবি?
তবে শুধু অভিনয় নয়, আলিয়ার ফ্যাশনও বারবার নজর কাড়ে সকলের। ২০২৩ সালে মেট গালা অনুষ্ঠানে সব্যসাচীর ডিজাইনার শাড়ি পরে রীতিমতো সকলকে মুগ্ধ করেছিলেন অভিনেত্রী। এবার প্রথমবার কান ফেস্টিভ্যালে রেড কার্পেটে হাঁটতে চলেছেন তিনি। জন্মদিনের প্রাক্কালে এই বড় খবরটি সকলকে জানালেন বার্থডে গার্ল নিজেই।
জন্মদিনের ঠিক দুদিন আগেই স্বামীর সঙ্গে কেক কেটে প্রিবার্থডে সেলিব্রেশন করতে দেখা যায় আলিয়াকে। জন্মদিনের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথন চলাকালীন কান ফেস্টিভ্যাল নিয়ে উচ্ছাস প্রকাশ করেন আলিয়া। অভিনেত্রী বলেন, ‘এই প্রথম আমি কান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি একইসঙ্গে ভীষণ নার্ভাস এবং উত্তেজিত।’
আলিয়া বলেন, ‘এই বছরের শুরুতেই আমি একটি নিজস্ব মেকআপ টিউটোরিয়াল খুলেছি, যেখানে আমি বিভিন্ন মেকআপ লুক এবং ভিডিয়ো প্রকাশ করে থাকি। আমি এবং আমার সম্পূর্ণ দল এই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি এখন থেকেই। যেহেতু কান অনুষ্ঠানে আমি এই প্রথম যাব, তাই অন্য কিছু ট্রাই করার চেষ্টা করব অবশ্যই।’
প্রসঙ্গত, আগামী ১৩ মে থেকে শুরু হবে ৭৮ তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। রেড কার্পেটের জন্য ঠিক কেমন পোশাক আলিয়া বেছে নেবেন তা জানা না গেলেও অনেকেই মনে করছেন তিনি ভারতীয় ঐতিহ্যকে অবশ্যই তুলে ধরবেন রেড কার্পেটে।
আরও পড়ুন: ফের বড় পর্দায় জুটি বেঁধে ফিরছেন আলিয়া-রণবীর, ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে কী বললেন পর্দার ‘শিবা’?
আরও পড়ুন: চোখের উপর কেটে রক্তারক্তি অবস্থা ভাগ্যশ্রীর! ভর্তি হাসপাতালে, কী করে ঘটল এমন?
প্রসঙ্গত, বর্তমানে রণবীর কাপুরের সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত আলিয়া। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে ভিকি কৌশলকেও। ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং শেষ হলেই ‘ব্রহ্মাস্ত্র ২’ সিনেমার শ্যুটিং শুরু করে দেবেন এই তারকা জুটি।