৩২ বছরে পা দিতে চলেছেন আলিয়া ভাট। আগামী ১৫ মার্চ জন্মদিন অভিনেত্রীর। আর এই বিশেষ দিনটির আগেই তাঁকে এদিন পাপারাৎজিদের সঙ্গে জন্মদিন উদযাপন করতে দেখা গেল। সঙ্গে ছিলেন তাঁর বেটার হাফ রণবীর কাপুরও। এদিন অভিনেত্রী যে কুর্তি পরেছিলেন সেটার দাম কত জানেন?
আরও পড়ুন: দুই পাশে দুইজনের অর্ধেক মুখ, মাঝে লেখা ‘শামিয়ানা’! জিতের বাড়ির বাইরে থাকা এই লেখার অর্থ কী?
আরও পড়ুন: শুভশ্রী নয়, এবারের দোল উত্তরবঙ্গে একান্তে এই বিশেষ মানুষের সঙ্গে কাটাবেন রাজ! কে সে?
আলিয়া ভাটের জন্মদিনের প্রাক-উদযাপন
জন্মদিনের দুদিন আগে থেকেই শুরু হয়ে গেল আলিয়া ভাটের জন্মদিনের উদযাপন। ১৩ মার্চ, বৃহস্পতিবার চিত্রসাংবাদিকদের সঙ্গে জন্মদিন পালন করলেন ব্রহ্মাস্ত্র অভিনেত্রী। আর সেই অনুষ্ঠানের একাধিক ছবি এদিন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই দেখা গেল প্রেমে একেবারে মাখামাখি রণবীর এবং আলিয়া।
কেক কাটার সময় রীতিমত নাচ করতে থাকেন আলিয়া। স্ত্রী কেক কাটার পরই তাঁকে কেক খাইয়ে দেন রণবীর, জড়িয়ে কপালে চুমু খেতেও ভোলেম না অভিনেতা। স্ত্রীর গালে সযত্নে দুষ্টুমি করে মাখিয়ে দেন কেক। শুধুই কি তাই? এদিন পাপারাৎজিদের সঙ্গে ছবি তোলার সময় রণবীরের কোলে বসেন আলিয়া। বরকে জড়িয়ে ফ্রেমবন্দি করেন এই মুহুর্ত। বাদ দিলেন না প্রকাশ্যে খুনসুটি করতেও।
এদিনের এই উদযাপনে একেবারেই সাদামাটা পোশাকে দেখা গিয়েছে আলিয়া ভাট এবং রণবীর কাপুরকে। অভিনেতা একটি সাদা শার্ট এবং বেইজ প্যান্ট পরে এসেছিলেন। অন্যদিকে আলিয়াও একটি সিম্পল পিচ রঙের চান্দেরি কুর্তা পরে এসেছিলেন। কপালে ছিল ছোট্ট টিপ, কানে ছোট একটি দুল। করেছিলেন হালকা মেকআপ। কিন্তু এদিন বার্থডে গার্লের পরনের কুর্তি যতই সিম্পল হোক না কেন এটির দাম কিন্তু বেশ অনেকটাই। সাড়ে ২২ হাজার টাকা।
আরও পড়ুন: 'একটা থাপ্পড় লাগিয়ে আসব বাড়ি গিয়ে', কিরণের অভিযোগ খারিজ করতেই সায়ন্তকে জবাব দেবচন্দ্রিমার
এদিনের অনুষ্ঠানে রণবীর এবং আলিয়া তাঁদের আগামী প্রজেক্ট নিয়ে আপডেট দিতেও ভোলেন না। ব্রহ্মাস্ত্র ২ ছবি কবে আসবে সেই বিষয়ে যেমন তাঁরা ইঙ্গিত দেন, তেমনি তাঁদের আরও একটি ছবি লাভ অ্যান্ড ওয়ার নিয়েও কথা বলেন। সেখানে তাঁদের সঙ্গে ভিকি কৌশলকেও দেখা যাবে।