বর্তমানে বলিউডের সফল হিরোইনদের তালিকায় নাম আসে আলিয়া ভাটের। খুব কম বয়সেই বিয়ে করেন তিনি রণবীরকে। মা হওয়ার সিদ্ধান্তও নেন জলদি। শুধু তাই নয়, শ্বশুরবাড়ির পরিবার অর্থাৎ কাপুরদের সঙ্গে একেবারে গলায় গলায় ভাব তাঁর। শাশুড়ি-ননদদের দেখলে যে কতটা খুশি হন, তার প্রমাণ মঙ্গলবার ভাইরাল হওয়া একটি ভিডিয়ো।
মঙ্গলবার, আলিয়া-রণবীর সহ কাপুর পরিবারেরসকলে হাজির হয়েছিলেন দিল্লিতে। উদ্দেশ্য দেশের প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানো রাজ কাপুরের ১০০তম জন্মদিনে। আর সেখানকারই একটা ভিডিয়োতে দেখা গেল কীভাবে করিশ্মাকে পেয়ে খুশিতে উৎফুল্ল আলিয়া এবিসিডি নিয়ে একটি জোকস বলছেন।
আরও পড়ুন: আল্লু-ঝড়ে কাঁপছে দেশ, মঙ্গলবারে ৬০০ কোটি পেরল পুষ্পা ২, ষষ্ঠ দিনে কত আয় করল
আলিয়া-করিশ্মার সঙ্গে ছিলেন সইফ, নীতুও। একপাশে দাঁড়িয়েছিলেন করিনা। খুব সম্ভবত রাহা-কে অ্যালফাবেটস শেখানো নিয়েই কোনো মজর কথা শেয়ার করেন মাম্মা আলিয়া। যা শুনে হাসতে দেখা যায় করিশ্মাকে। কাপুরদের এই বন্ডিং বিশেষ করে নজর কেড়েছে ইন্টারনেটের। এদিন লাল রঙের একটি জর্জেটের শাড়ি বেছে নিয়েছিলেন রাহার মা। আর সঙ্গে ক্রিম রঙের শাল। কালো স্যুট পরেছিলেন রণবীর।
আরও পড়ুন: ছোটবেলায় প্রয়াত মা, দিদি নম্বর ১এ মেয়ের নামে কী অভিযোগ ‘স্রোত’ স্বপ্নীলার বাবার
ভাইরাল ভিডিয়োতে একজন মন্তব্য করেছেন, ‘এখন তিনি পুরোই কাপুর হয়ে গিয়েছেন। এভাবে কথা বলতে দেখে অমার করিনার কথা মনে পড়ছে’। ‘মা আর তাদের বাচ্চাদের নিয়ে অবসেশন, উফফফ ঘরে ঘরে একই ব্যাপার’। আরেকজন মন্তব্য করলেন, ‘ননদ শাশুড়ি নিয়েও এত খুশি। খুব একটা দেখা যায় না যদিও আজকাল।’
আরও পড়ুন: অভিষেক-ঐশ্বর্যর ‘২য় গর্ভধারণ’ নিয়ে চর্চা! অমিতাভ বলে বসলেন, ‘দেশের সব কোণ থেকে…’
সঞ্জয় লীলা বানশালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে রণবীর ও আলিয়াকে দেখা যাবে। ২০২৬ সালের ২০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এছাড়াও কাপুর-নন্দনের হাতে রয়েছে নীতেশ তিওয়ারির দুই পর্বের মহাকাব্য রামায়ণ, যাত আরও রয়েছেন সাই পল্লবী ও অন্যান্যরা।
লাভ অ্যান্ড ওয়ার ছাড়াও আলিয়াকে দেখা যবে আলফাতে। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এছাড়াও রণবীরের হাতে রয়েছে অ্যানিম্যাল পার্ক।
রণবীর কাপুর ও আলিয়া ভাট বিয়ের পিঁড়িতে বসেন ২০২২ সালের এপ্রিল মাসে। সেই বছরেরই নভেম্বর মাসে তাঁদের কোলে আসে রাহা। মেয়েকে জন্মের পর থেকে একটু দূরেই রেখেছিলেন লাইমলাইট থেকে। তবে ২০২৩ সালের বড়দিনে হঠাৎই রাহাকে নিয়ে পাপারাজ্জিদের সামনে হাজির হন এই দম্পতি।