বাংলা নিউজ > বায়োস্কোপ > শত চেষ্টায়ও ‘ডার্লিংস'-এর ট্রেলার লঞ্চের পর বেবি বাম্প লুকোতে ব্যর্থ আলিয়া!Video

শত চেষ্টায়ও ‘ডার্লিংস'-এর ট্রেলার লঞ্চের পর বেবি বাম্প লুকোতে ব্যর্থ আলিয়া!Video

‘ডার্লিংস'-এর ট্রেলার লঞ্চে আলিয়া ভাট

সোমবার আসন্ন সিনেমা ‘ডার্লিংস’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অন্তঃসত্ত্বা আলিয়া।

বিয়ের মাস দু'য়েকের মধ্যেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। স্বামী রণবীরের সঙ্গে নেটমাধ্যমে ছবি পোস্ট করে নিজের মা হওয়ার খবর জানিয়েছেন বলি সুন্দরী। এরপর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তারকা দম্পতি।

সোমবার আসন্ন সিনেমা ‘ডার্লিংস’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অন্তঃসত্ত্বা আলিয়া। এ দিন বেবি বাম্প লুকোতে ঢিলেঢালা হলুদ পোশাকে দেখা মিলেছিল নায়িকার। পোশাকের কারণে অভিনেত্রীর বেবি বাম্প বোঝা যায়নি। এরপরই পোশাক পরিবর্তন করেন অভিনেত্রী। কালো ফ্লোরাল শারারায় উজ্জ্বল লুকে দেখা মেলে হবু মা আলিয়ার। এই পোশাকেও সফলভাবে নিজের বেবি বাম্প লুকোতে সক্ষম হয়েছেন বলি ডিভা।

এ দিন পাপারাৎজিদের ক্যামেরার উদ্দেশ্যে পোজও দেন আলিয়া। চুল মিড পার্ট করে খোলা রেখেছেন, কানে অক্সিডাইজ দুল এবং কপালে ছোট্ট টিপ পরে দেখা মিলেছে নায়িকার।

যদিও কমেন্ট বক্সে আলিয়া অনুরাগীদের দাবি, অনেক চেষ্টা করেও নিজের বেবি বাম্প লুকাতে ব্যর্থ তিনি। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘বেবি বাম্প দেখা যাচ্ছে।’ অপর একজনের কথায়, ‘ও ভারতীয় আচারের মতো নিজের বেবি বাম্প লুকিয়ে রাখছে না!’ কেউ লেখেন, ‘আলিয়া খুব সুন্দর, রণবীর কাপুরের জন্য উপযুক্ত।’

বন্ধ করুন