বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটকে একটি প্রাইভেট বিল্ডিংয়ে অনুসরণ করার জন্য, তিনি পাপারাৎজিদের উপর বিরক্ত প্রকাশ করেছেন, বলা ভালো দৃশ্যত তাঁকে বিরক্ত দেখাচ্ছিল।
এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে অভিনেত্রী শহরের একটি ইভেন্টে যোগদানের পর গভীর রাতে বাড়ি ফিরছিলেন, তখন পাপারাৎজিরা তাঁদের ক্যামেরা নিয়ে তাঁকে অনুসরণ করছিলেন। তা করতে করতেই ক্যামেরা নিয়ে একটি প্রাইভেট বিল্ডিংয়ের ঢুকে পড়েন। যদিও আবাসিক কমপ্লেক্সের নিরাপত্তা কর্মী ও আলিয়ার বডি গার্ডরা তাঁদের থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পাপারাৎজিরা তা অগ্রাহ্য করে তাঁদের স্বাভাবিক সীমানা ছাড়িয়ে ব্যক্তিগত জায়গায় ঢুকে পড়েন। আর তাতেই বেশ বিরক্ত প্রকাশ করেন আলিয়া।
আরও পড়ুন: ‘জাতীয় কবিও বদলান উচিত, নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গে জন্মেছেন…’, লিখলেন বাংলাদেশের ইনফ্লুয়েন্সার
সবটা মিলিয়ে অভিনেত্রী রাগের প্রদর্শন করেন। ভিডিয়োয় তাঁকে পাপারাৎজিদের তিরস্কার করতেও দেখা গিয়েছে। বাঁধা দেওয়া সত্ত্বেও আলিয়াকে অনুসরণ করে তাঁকে অনুধাবন করে এলিভেটর পর্যন্ত যাওয়ার জন্য তিনি রেগে গিয়ে দৃঢ়ভাবে ঘটনার প্রিবাদ জানিয়ে জিজ্ঞাসা করেছেন, 'কেয়া কর রহে হো? (আপনারা কী করছেন?)' যখন তখন তারকাদের দেখেই ক্যামেরা নিয়ে তাঁদের অনুসরণ করা, তাঁদের জীবনের ব্যক্তিগত বিষয়গুলি নিয়ে সর্ব সমক্ষে তুলে ধরা নিয়ে হতাশাও প্রকাশ করেছেন অভিনেত্রী।
অভিনেত্রীর ভক্তরা তাঁর এই কথায় সমর্থন জানিয়েছেন, সম্মত হয়েছেন যে এই ভাবে অনুসরণ করার একটা সীমা থাকা উচিত। এই বিষয়ে একজন ভক্ত মন্তব্য করেছেন 'ওঁদের আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে কোনও বোধ নেই। ঠিকই করেছেন আলিয়া।' আর একজন লেখেন, 'এটা ঠিক নয়। মিডিয়ার উচিত গোপনীয়তাকে সম্মান করা। সব কিছুরই একটা সীমা থাকা উচিত।'
আরও পড়ুন: 'যা যা করেছি না...' ঠিক যেন পাশের বাড়ির ছেলেটি! স্কুল না যাওয়ার জন্য কী কী অজুহাত দিতেন অমিতাভ?
কাজের সূত্রে, আলিয়া বর্তমানে তাঁর পরবর্তী ছবির শুটিংয়ে ব্যস্ত। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের একটি ছবি 'আলফা'-এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। এখানে অভিনেত্রীকে অ্যাকশন করতে দেখা যাবে। গত সপ্তাহে তারকা একটি শ্যুট শিডিউলের জন্য কাশ্মীর গিয়েছিলেন। হৃতিক রোশন স্পাই ইউনিভার্সের একজন অন্যতম প্রধান চরিত্র, সম্প্রতি গুঞ্জন অনুসারে, এই ছবিতেও তিনি একটি ক্যামিও করবেন বলে শোনা যাচ্ছে ৷ তাছাড়াও 'আলফা'-এ আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে শর্বরীকে। তিনি ইতিমধ্যেই 'মুঞ্জিয়া', ‘মহারাজা’, 'বেদা'-এ নানা অবতারে সকলের নজর কেড়েছেন। তাঁর তরস নেহি আয়া' গানটি রীতিমতো সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।
উল্লেখ্য, আলিয়া তাঁর সর্বশেষ ছবি 'জিগরা'-এর মুক্তির জন্যও অপেক্ষা করছেন। ছবিটি ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।