একদিকে আলিয়া ভাট, অন্যদিকে বিপাশা বসু। দুই প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেত্রী। আপাতত দুজনেই ডুবে রয়েছেন নতুন মাতৃত্বের পরশে। এদিকে সম্প্রতি কিছুটা চমকে দিয়ে বিপাশা বসুর মেয়ে দেবীকে নিজের পোশাক ব্র্যান্ড 'এড-আ-মাম্মা'র সুন্দর একটা ড্রেস ও ছবির বই উপহার পাঠালেন আলিয়া। রণবীর ঘরণী কাছ থেকে এমন উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুললেন না বিপাশা।
বিপাশা তাঁর ইনস্টাস্টোরিতে দেবীর জন্য পাঠানো আলিয়ার সেই গোলাপী রঙের ড্রেস ও বই-এর ছবি শেয়ার করে লিখেছেন, 'এই সুন্দর পোশাক ও এই মিষ্টি বইটির জন্য আপনাকে ধন্যবাদ আলিয়া ভাট। দেবী ইতিমধ্যেই একজন বইপ্রেমী, আর এই বইটি ওর খুবই পছন্দ হয়েছে।' প্রসঙ্গত ২০২২-এর ১২ নভেম্বর কন্যা সন্তানের মা হন বিপাশা বসু। আর তার ঠিক কয়েকদিন আগে ৬ নভেম্বর মেয়ের মা হয়েছিলেন আলিয়া ভাট। দেবী ও রাহা দুজনের বয়সই এখন ১ বছর ৭ মাস।
এর আগে বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপাশা বসু বলেন, তিনি একটা বিষয়ে স্পষ্ট ছিলেন যে তিনি একটা কন্যা সন্তান চান। বিপাশার কথায় ‘করণ A আমি প্রথম থেকেই একটা বিষয়ে স্পষ্ট ছিলাম যে আমরা একটা বাচ্চা চাই। কেন এত দেরি হল বা কেন সময় লাগল সে সম্পর্কে ভাবতে চাই না। আমার জন্য, এটাই সঠিক সময়। আমি বিশ্বাস করি যে যখন আমাদের সন্তান আসার কথা ছিল, তখনই সে এসেছে।’
বিপাশা আরও বলেন, ‘যখন থেকে আমরা সন্তান চেয়েছিলাম, আমরা কন্যা সন্তানই চেয়েছিলাম। আমি জানি, একটা শিশু মানেই সুন্দর, সেই সন্তান ছেলে হবে কি মেয়ে তা নিয়ে ভাব ছিল না। আমরা শুধু সন্তান’। এদিকে ২০২২-এর ৬ নভেম্বর রণবীর-আলিয়ার কোলে আসে তাঁদের সন্তান রাহা। আলিয়ার কথায়, 'রণবীরের মতোই রাহার ফ্যাশান চয়েস খুব নির্দিষ্ট'।
প্রসঙ্গত মা হওয়ার পরপর ছোটদের জন্য নিজের ফ্যাশান ব্র্যান্ড 'এড-আ-মাম্মা'র আনেন আলিয়া। আর সম্প্রতি সেই ব্র্যান্ডের অধীনেই ছোটদের জন্য ছবির বই প্রকাশ করেছেন তিনি। নাম রেখেছেন ‘এড ফাইন্ডস এ হোম’।