হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং করছেন অন্তঃসত্ত্বা আলিয়া ভাট। ছবির শ্যুটিংয়ের জন্য শেষ কয়েকদিন ইউরোপে ছিলেন। এই ছবির মাধ্যমেই হলিউডে ডেবিউ করবেন অভিনেত্রী। শ্যুটিংয়ের শিডিউল শেষ করে ঘড়ির কাঁটা যখন বলছে আজ রবিবার, মুম্বইয়ে পা রাখেন আলিয়া।
মুম্বই বিমানবন্দরে পা রাখতেই বড়সড় সারপ্রাইজ পেলেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী। স্বামী রণবীর কাপুর বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন তাঁর জন্য। রণবীরকে গাড়িতে দেখেই বাঁধন ছাড়া উচ্ছ্বাস আলিয়ার। বিমানবন্দরের গেট থেকে ছুটে গিয়ে গাড়িতে ওঠেন। রণবীরকে ‘বেবি’ বলে জাপটে ধরেন নায়িকা। বিমানবন্দরে অবস্থানরত ছবি শিকারীদের ক্যামেরায় ধরা পড়ে এই ছবি।
আরও পড়ুন: সিঁদুরদান, সাতপাক, ‘তাজমহল’-এর শহরে বসেছে পায়েল-সংগ্রামের বিয়ের আসর, রইল ছবি
শনিবার ঘোষণা করেছেন, আসন্ন অ্যাকশন ফিল্ম, ‘হার্ট অফ স্টোন’-এ তাঁর অংশের শ্যুটিং শেষ করেছেন বলিউডের গাঙ্গুবাই। হলিউড অভিনেতা গ্যাল গ্যাডট এবং জ্যামি ডরনানের সঙ্গে ছবিতে কাজ করেছেন আলিয়া।
২০১৭ সাল থেকে সম্পর্কে আছেন আলিয়া ভাট আর রণবীর কাপুর। প্রায় পাঁচ বছর প্রেম করার পর ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে হয় তাঁদের। জুনে মা হতে চলার খবর দিয়েছেন আলিয়া।