আগামী মাসে মুক্তি পেতে চলেছে 'জিগরা'। আপাতত তাই এই ছবির প্রচারেই ব্যস্ত আলিয়া ভাট। সম্প্রতি দেবারা: পার্ট ওয়ান তারকা জুনিয়র এনটিআর এবং পরিচালক করণ জোহরের সঙ্গে সম্প্রতি একটা টক শোয়ে হাজির হয়েছিলেন আলিয়া। মা হওয়ার ঠিক পরপরই কেন ‘জিগরা’জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সেবিষয়ে কথা বলেছেন আলিয়া ভাট। আলিয়ার কথায়, মাতৃত্ববোধ নিয়েই তিনি এই ছবিতে কাজ করেছেন। এই ছবির তাঁর চরিত্রটি নিজের ভাইকে বাঁচানোর চেষ্টা করে গিয়েছে। ভাইকে ঘিরেই চরিত্রটি আবর্তিত হয়েছে।
কথা বলতে বলতে আড্ডায় আলিয়া বলেন, 'আমি যখন জিগরা চুক্তিতে স্বাক্ষর করি তখন মনে হয় আমি আমার বাঘিনী মোডে ছিলাম। আমি সেই সময়টা ভীষণভাবেই প্রোটেক্টিভ মোডে (প্রতিরক্ষামূলক) ছিলাম- যে কেউ যেন ওর কাছে না আসে, এমন একটা হাবভাব ছিল। আর এটাই ছিল এনার্জি। এজন্যই আমার সবসময় মনে হয় এটা নিয়তি, ভাগ্য, একটা নির্দিষ্ট পথে চলার পেছনে জীবনের অনেক কিছু আছে। জিগরার ভাগ্য ভুলে যান, আমার কাছে যখন এটা এসেছিল তা মনে হয়েছিল... বাহ এ কেমন টাইমিং! আমি যখন এভাবেই সবকিছু অনুভব করছি, তখনই এই ছবিটা এসেছিল। ওর উপরই ঐ সব জিনিস জড়িয়ে ছিল।
'ফোকাস তার দিকে'
মাতৃত্ব কীভাবে তাকে অভিনেত্রী এবং ব্যক্তি হিসাবে পরিবর্তন করেছে সেবিষয়ে আলিয়া বলেন, ‘আমি মনে করি না যে আমি সেই আগের আলিয়া। জীবনের আরও অনেক অর্থ রয়েছে এবং আমি মনে করি অভিনেতারা যদি ক্রমাগত নিজের সম্পর্কে চিন্তা করেন তবে তাঁরা সত্যই আত্ম-আচ্ছন্ন হয়ে উঠবেন ... তখন আপনার জীবনে যখন অন্য কোনও সত্তা আসে তখন হঠাৎ মনে হয় আলিয়ায়া কে? রাহা, রাহা, রাহা! আলিয়া ঢুকছে আর বেরোচ্ছে! ফোকাস সম্পূর্ণ তার উপর এবং ওর লালনপালনের উপর। আমার মন সর্বদা সেখানে থাকে এটা এখন এমন কিছু যা এখন কখনওই পরিবর্তন হয় না।’
২০২২ এর এপ্রিলে বিয়ে করেন আলিয়া ভাট- রণবীর কাপুর, এরপর নভেম্বরে তাঁদের মেয়ে রাহার জন্ম হয়। এদিকে মা হওয়ার ৬ মাসের মাথায় কাজের দুনিয়াতেও ফিরে আসেন আলিয়া। 'জিগরা' মুক্তি পাবে আগামী ১১ ই অক্টোবর। ভাসান বালা পরিচালিত এই ছবিতে ভাই-বোন ভূমিকায় অভিনয় করেছেন বেদাং রায়না ও আলিয়া। এই থ্রিলারটি আলিয়া এবং তার বোন শাহিন ভাটের ইটারনাল সানশাইন প্রোডাকশনস এবং করণের ধর্মা প্রোডাকশনের সহ-প্রযোজনা করেছে। 'আলফা', 'লাভ অ্যান্ড ওয়ার' এবং 'জি লে জারা' ছবিতেও দেখা যাবে আলিয়াকে।