গত বৃহস্পতিবার ৩৬ তম জন্মদিন পালন করেছেন শাহিন। দিদির জন্মদিনে ভালোবাসা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলিয়া করেছেন একগুচ্ছ ছবি পোস্ট। তবে শুধু আলিয়া নয়, মা সোনি রাজদানকেও দেখা গেল একাধিক ছবি পোস্ট করতে।
আরও পড়ুন: ‘থেরাপি নিতে হয়…’ ছবির জন্য অবসাদে ডুবে গিয়েছিলেন দিবাকর! কিন্তু কেন?
আরও পড়ুন: ১৫ দিন ধরে ক্লাইম্যাক্সের শ্যুট! ধুন্ধুমার অ্যাকশনে মাতবেন হৃতিক-জুনিয়র এনটিআর
আলিয়া যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে দিদির সঙ্গে সেলফি তুলছেন আলিয়া। ছবিতে দুজনকেই দেখতে লাগছে অসাধারণ। ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, শুভ জন্মদিন আমার জীবন! তোমাকে ছাড়া আমি কিছুই নই। তোমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আলিয়ার এই ছবিতে কমেন্ট করে নীনা গুপ্তা লিখেছেন, ‘শুভ জন্মদিন শাহিন, তোমাকে খুব ভালো লাগছে দেখতে।’
আলিয়ার পাশাপাশি মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদানও মেয়ের জন্মদিন উপলক্ষে এক গুচ্ছ ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলির মধ্যে কোথাও মেয়ের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় প্রবীণ অভিনেত্রীকে, কোথাও আবার ছোট্ট শাহিনের ছবি পোস্ট করেন অভিনেত্রী। সব মিলিয়ে ফটোগুলি দেখলে ভীষণ নস্টালজিক মনে হয়।
ছবি পোস্ট করে সোনি লেখেন, ‘এই ফটোগ্রাফগুলি খুঁজে পাওয়া গুপ্তধন সন্ধানের মতো। এই ছবিগুলি দেখলেই বোঝা যায় কত সুন্দর সময় আমরা একসঙ্গে কাটিয়েছি। তোমায় অনেক অনেক ভালোবাসা। এই ভাবেই চলুক সবকিছু। আবার যেন এক ফ্রেমে অনেক ছবি তুলে ধরা যায়, ক্যামেরা - অ্যাকশন!’
আরও পড়ুন: পিছিয়ে গেল গুলশান কুমারের বায়োপিক তৈরি করার কাজ, ‘মা রাজি নয়’, বললেন ভূষণ কুমার
আরও পড়ুন: ১০ বছরের মধ্যে বাবা-মাকে হারিয়েছিলাম, দুবাইয়ের অনুষ্ঠানে স্মৃতিচারণ কিং খানের
প্রসঙ্গত, বলিউডে পদার্পণ না করলেও আলিয়ার মতই জনপ্রিয়তা রয়েছে শাহিনের। তবে ১৯৮৯ সালে ‘ড্যাডি’ সিনেমায় একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন শাহিন। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অনুপম খের এবং পূজা ভাট।