বাংলা নিউজ > বায়োস্কোপ > Alia Bhatt on Pathaan: 'ভালোবাসাই জেতে', করণের পর পাঠান বিরোধীদের বিদ্রুপ আলিয়ার

Alia Bhatt on Pathaan: 'ভালোবাসাই জেতে', করণের পর পাঠান বিরোধীদের বিদ্রুপ আলিয়ার

করণের পর পাঠান বিরোধী গ্যাংকে বিদ্রুপ আলিয়ার

Alia Bhatt on Pathaan: করণ জোহর আগেই 'পাঠান' বিরোধীদের এক হাত নিয়েছিলেন। এবার সরব হলেন আলিয়া ভাট। ছবি বক্স অফিসে ভালো সাড়া পেতেই বয়কট গ্যাংকে কি বললেন অভিনেত্রী?

মুক্তি পেতেই চমক দিল শাহরুখ খানের পাঠান। যদিও এটা খানিকটা প্রত্যাশিত ছিল। চার বছর পর বড়পর্দায় ফিরতেই আরও একবার ম্যাজিক করলেন পাঠান, থুড়ি শাহরুখ। মাত্র দুদিনেই এই ছবি ১০০ কোটির গণ্ডি টপকে গেল। যদিও ছবিটি মুক্তির আগে এটা নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছে। পাঠান ছবির বেশরম রং গানটি মুক্তি পাওয়ার পর থেকেই নানা বিতর্ক, প্রতিবাদ দেখা গিয়েছে ছবিটিকে ঘিরে। এই গানে অভিনেত্রী একটি গেরুয়া রঙের বিকিনি পরেছিলেন, আর সেটা থেকে যত বিতর্কের সৃষ্টি। যদিও শাহরুখ ভক্ত থেকে সাধারণ মানুষ কেউই বিশেষ এই বয়কট ট্রেন্ডকে পাত্তা দেননি। তাঁরা সকলেই হইহই করে ছবি দেখতে গিয়েছেন বা যাচ্ছেন।

এই ছবি মুক্তির পাওয়ার দিনই করণ জোহর শাহরুখ এবং পাঠান টিমকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি যাঁরা এই ছবির বিরোধিতা করেছিলেন তাঁদের এক হাত নেন। এবার সেই দলে নাম লেখালেন আলিয়া ভাট।

পাঠান ছবির একট পোস্টার শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'ভালোবাসা সবসময় জিতে যায়।' তিনি আরও লেখেন, 'কী ফাটাফাটি!' করণ জোহরও নাম না করেই বয়কট গ্যাংকে আলিয়ার মতো করেই জবাব দিয়েছিলেন। তিনি একই সঙ্গে পাঠান টিমকে শুভেচ্ছাও জানিয়েছিলেন।

<p>আলিয়ার পোস্ট</p>

আলিয়ার পোস্ট

করণ জোহর এর আগে পাঠান ১০০ কোটির ক্লাবে এন্ট্রি পাওয়ার পর লেখেন, 'সেঞ্চুরির থেকেও বড় এটা। ১ দিনেই ১০০ কোটি পার! শাহরুখ, যশ রাজ ফিল্মস, আদি, সিড আনন্দ, দীপিকা জন! দারুণ! ঘৃণার নয়, সবসময় ভালোবাসার জয় হয়। এই তারিখ মার্ক করে রাখো।'

একদিকে যেমন ভক্তরা দীর্ঘ চার বছর পর কিং খানের বড়পর্দায় ফিরে আসাটা উদযাপন করছেন, তেমনই আরেকদিকে এই ছবি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে সলমনকে। তাঁকে টাইগারের চরিত্রে দেখা গিয়েছে। এবং এখান থেকেই আভাস মিলেছে যে টাইগার ৩ ছবতে শাহরুখকে দেখা যেতে চলেছে। ফলে সেই ছবি নিয়ে যে আরেক প্রস্থ মাতামাতি দেখা যাবে দর্শকদের মধ্যে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

বন্ধ করুন
Live Score