বিয়ের সপ্তাহখানেক পরে বিয়ের দিনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন আলিয়া ভাট। আপাতত রণবীর আর আলিয়া দু'জনেই আছেন দেশের দুই প্রান্তে। ‘রকি অউর রানি’র শ্যুটে আলিয়া রাজস্থানে আর রণবীর কাপুর হিমাচলে ‘অ্যানিমাল’-এর শ্যুটে। শনিবারই বিয়ের কিছু ছবি দিলেন আলিয়া ইনস্টাগ্রামে।
প্রথম ফোটোতেই আলিয়ার কোলে সেই বিশেষ অতিথি। বিয়ের ঠিক আগেই তোলা হয়েছিল সেটা। আলিয়ার কোলে কে ছিল জানেন? নায়িকার পোষা বিড়াল এডওয়ার্ড। মিষ্টি হেসে আলিয়া তাঁর বিড়ালকে দেখলেও, সেই মার্জারটি আবার ক্যামেরার পিছনে খুব মজার কিছু খুঁজে পেয়েছে বলেই মনে হচ্ছে!
বিয়ের দিন সব্যাসাচীর শাড়িতে সেজেছিলেন আলিয়া ভাট। যতে সোনালি জরির কাজ। সোনার উপর কুন্দনের কাজ করা গয়নায় সেজেছিলেন তিনি। পরের ছবিটার মূল আকর্ষণ নিসন্দেহে আলিয়ার হাতের হিরের আংটি। একটি বড় ষড়ভূজ হিরে বসানো রয়েছে আংটির উপরে। আরও পড়ুন: ‘আলিয়া মামি’কে কী লিখল রণবীরের ভাগ্নি, সোশ্যাল পোস্টে উত্তেজনা কাপুর পরিবারের
বিয়ের দিন আলিয়ার সাজ ছিল চর্চার অন্যতম বিষয়। খুব কম সেজেছিলেন তিনি। চুলও খোঁপা করেননি। বরং খোলা চুলেই মাথায় ওড়না দিয়েছিলেন। ১৪ এপ্রিল জুহুর ‘বাস্তু’র বারান্দায় বিয়ে হয় ‘রালিয়া’র।
পাঁচ বছরের সম্পর্কের শেষে সাত পাকে বাঁধা পড়েন আলিয়া আর রণবীর। প্রেম নিয়ে প্রথমদিকে চুপচাপ থাকলেও ২০১৮ সালে সোনম কাপুরের বিয়েতে একসাথে হাজির হয়ে সম্পর্ক অফিসিয়াল করেছিলেন তাঁরা। এরপর ২০২০ সালে আলিয়া রণবীরের সাথে প্রথম ছবি দেন সোশ্যাল মিডিয়ায়। সাক্ষাৎকারে আরকে মেনে নেন সম্পর্কের কথা। ভাট ও কাপুর পরিবারকে তারপর থেকে প্রায়ই একসাথে দেখা যেতে থাকে তখন থেকেই।