এই বছর ক্রিসমাস একটু বেশিই স্পেশাল অভিনেত্রী আলিয়া ভাটের জন্য। প্রথমবার মেয়ে রাহার সঙ্গে কাটিয়েছেন, সঙ্গে স্বামী রণবীর কাপুর তো রয়েছেনই। কাপুর পরিবারের সঙ্গে লাঞ্চ সেরেছেন। এরপর কাছের মানুষদের সঙ্গে ডিনার পার্টি সেরেছেন তাঁরা।
আলিয়া এবং রণবীরকে নীতু কাপুর, শাহিন ভাট, সোনি রাজদান, পূজা ভাট এবং অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে এ দিন দেখা গিয়েছে। রণবীর জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন আলিয়াকে, সেই ছবিও অভিনেত্রী শেয়ার করেছেন।
বলিউড তারকা দম্পতির যে নতুন বাড়ি তৈরি হচ্ছে, ২৬ ডিসেম্বর মুম্বইয়ে সেই নির্মীয়মান বাড়ির তদারকি করতে গিয়েছিলেন দুজনে। বাড়ির ব্যালকনি এলাকা কীভাবে সেজে উঠবে, সেই নির্দেশনা দিতেই নির্মীয়মান ব্যালকনিতে দেখা গিয়েছে রালিয়াকে।
আরও পড়ুন: ‘জীবনের আরও অনেক চড়াই-উতরাই একসঙ্গে পার করব পার্টনার’, দেবের উদ্দেশ্যে রুক্মিণী
এ দিন সুপার ক্যাজুয়াল অবতারে দেখা গিয়েছে আলিয়া ও রণবীরকে। কালো পোশাক পরেছিলেন আলিয়া। অন্যদিকে, সাদা টি-শার্ট এবং ক্যাপ পরে দেখা মিলেছে রণবীরের।
চলতি বছরের এপ্রিল মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। এরপর নভেম্বর মাসে তাঁদের প্রথম সন্তান রাহার জন্ম হয়।
আলিয়াকে আগামীতে করণ জোহরের নতুন ছবি ‘রকি অর রানি কি প্রেম কাহানি’তে দেখা যাবে। এটি ২৮ এপ্রিল ২০২৩ সালে মুক্তি পাবে। এছাড়াও জোয়া আখতারের ছবি ‘জি লে জারা’তেও দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে।
রণবীরকে পরবর্তীতে দেখা যাবে লভ রঞ্জনের ছবি 'তু ঝুটি মে মক্কার'-এ শ্রদ্ধা কাপুরের সঙ্গে। ২০২৩ সালের মার্চ মাসে হোলিতে মুক্তি পাবে এই ছবি।