কেরিয়ারের মধ্যগগণে থাকাকালীন আচমকা মা হওয়ার সিদ্ধান্ত। বিয়ের আড়াই মাসের মধ্যে প্রেগন্যান্সি নিউজ শেয়ার করে আলিয়া চমকে দিয়েছেন নিজের ফ্যানেদেরও। আলিয়ার হাতে এখন একগুচ্ছ প্রোজেক্ট। এই মুহূর্তেও লন্ডনে নিজের ডেবিউ হলিউড প্রোজেক্ট ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং সারছেন আলিয়া। হাতে রয়েছে একাধিক বলিউড ছবির কাজ। বেশ কিছু সংবাদমাধ্যমের তরফে দাবি করায় আলিয়া সন্তানসম্ভবা হয়ে পড়ায় পিছিয়ে যেতে পারে তাঁর একাধিক প্রোজেক্টের কাজ। সেই নিয়েই এবার প্রতিক্রিয়া দিলেন আলিয়া।
আলিয়া ইনস্টাগ্রামে যে প্রতিবেদন শেয়ার করেছেন সেখানে দাবি করা হয়েছে জুলাই মাসের মাঝামাঝি সময়ে মুম্বইয়ে ফিরবেন আলিয়া। বউকে দেশে ফিরিয়ে আনতে লন্ডন উড়ে যেতে পারেন রণবীর। সেখানে আরও জানানো হয়, নিজের প্রেগন্যান্সিটা সঠিকভাবে প্ল্যান করেছেন আলিয়া। জুলাই মাস শেষ হওয়ার আগেই ‘হার্ট অফ স্টোন’ এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শ্যুটিং-এর যাবতীয় কাজ শেষ করে ফেলবেন আলিয়া। এরপর মাতৃত্বকালীন ছুটিতে যাবেন অভিনেত্রী।
এই প্রতিবেদনের প্রেক্ষিতে আলিয়া লেখেন, ‘আমরা এখনও কিছু মানুষের মাথার মধ্যেই বাস করি। আসলে আমরা পিতৃতান্ত্রিক সমাজে আজও বসবাস করি। কোনওকিছুই পিছিয়ে যানি। কাউকে কেউ ফিরিয়ে নিয়ে যেতে আসছে না। আমি একজন নারী, কোনও পার্সেল নই। আমার বিশ্রামের প্রয়োজন নেই, তবে আপনাদের একজন চিকিৎসকের সার্টিফিকেটও আছে জেনে ভালো লাগল। এটা ২০২২ সাল। এই সেকেলে ধারণা থেকে দয়া করে বেরিয়ে আসুন। এবার যদি আপনারা আমাকে একটু এক্সকিউজ করেন। আমার শট রেডি আছে’।

সংবাদমাধ্যমের একটা অংশের উপর রেগে গেলেও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানাতে ভোলেননি আলিয়া। রণবীর ঘরনি এদিন স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘এতো ভালোবাসা পেয়ে উচ্ছ্বসিত। আমি সবার মেসেজ এবং অভিনন্দন বার্তা পড়বার চেষ্টা করেছি, এইটুকুই বলব যে আমাদের জীবনের এই খাস মুহূর্তটা আপনাদের সবার ভালোবাসা আর আর্শীবাদে আরও পরিপূর্ণ হয়ে উঠেছে। আপনাদের সকলকে জানাই ধন্যবাদ’।
আলিয়ার শেয়ার করা ছবিতে জোর হাতে বসে থাকতে দেখা গিয়েছে রণবীর-আলিয়াকে। সাদা পঞ্জাবিতে বসে রয়েছেন রণবীর, কমলা রঙা সালোয়ার কামিজে ধরা দিয়েছেন আলিয়া। তাঁদের উপর পুষ্পবৃষ্টি চলছে।
আপতত নিজের ডেবিউ হলিউড ছবির শ্যুটিং-এ লন্ডনে রয়েছেন আলিয়া। কাজ নিয়ে বেজায় ব্যস্ত হবু মা। রণবীরও খুব ব্যস্ত নিজের আসন্ন ছবি ‘শামশেরা’র প্রচারে। হাতে রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’র প্রমোশ্যানাল ইভেন্টও। আগামী ৯ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর-আলিয়া জুটির এই ছবি।
গত ১৪ই এপ্রিল মুম্বইয়ে রণবীরের বাড়ির বারান্দাতেই বিয়ের পর্ব সেরে ফেলেন জুটি। উপস্থিত ছিল দুই পরিবার ও কাছের বন্ধুরা। ২০১৭ সালে ব্রহ্মাস্ত্রের সেটেই একে অপরের প্রেমে পড়েন রণবীর-আলিয়া। পরের বছর সোনম কাপুরের বিয়ের রিসেপশনে এই সম্পর্কে শিলমোহর দিয়েছিলেন তাঁরা।