বেশ কয়েক বছর আগের কথা। বলিউডে তখন নিজের জায়গা তৈরি করছেন আলিয়া ভাট। এমনই সময়ে 'কফি উইথ করণ'-এ বোমা ফাটিয়েছিলেন রণবীর-ঘরনি।
করণ প্রশ্ন করেছিলেন, 'নিজের সম্পর্কে সব চেয়ে অদ্ভুত গুঞ্জন কী শুনেছ?' উত্তর দিতে একটুও সময় ব্যয় করেননি আলিয়া। সাবলীল ভাবে বলে উঠেছিলেন, 'যে আমি মহেশ ভাট আর পূজা ভাটের মেয়ে।'
আরও একবার এ প্রসঙ্গে কথা বলেছিলেন আলিয়া। একটি ছবির প্রচারে গিয়ে তিনি বলেন, 'আমার বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছিল। আমি বলেছিলাম, শৈশবে এই সিদ্ধান্তের কোনও প্রভাব আমার উপর পড়েনি। হয়তো আমি সেটাকে কোনও গুরুত্ব দিইনি। তার পর দেখি লেখা হয়েছে, আমি পূজা ভাট এবং মহেশ ভাটের মেয়ে। ব্যাপারটা খুবই হাস্যকর। যিনি এটি লিখেছেন, তাঁর মাথার ডাক্তার দেখানো উচিত। সেই ব্যক্তির জন্য আমার কষ্ট হয়।'
অতীতে এক সাক্ষাৎকারে মহেশ বলেছিলেন, 'পূজা আমার মেয়ে না হলে ওকে বিয়ে করতাম। শুধু তাই নয়। একটি পত্রিকার জন্য পূজার ঠোঁটে ঠোঁট রেখেও ছবি তোলেন পরিচালক। এর পর থেকেই নানা গুঞ্জন চাউর হয় তাঁদের নিয়ে।