আলিয়া ভাটও দিলজিৎ দোসাঞ্জের বহু প্রতীক্ষিত 'চল কুড়িয়ে' গানটি সদ্য মুক্তি পেয়েছে। আলিয়ার আসন্ন ছবি জিগরার গান এটি। পুরোদমে ছবির প্রচার শুরু করে দিয়েছেন রাহার মা। আগামী ২১ সেপ্টেম্বর 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর নয়া সিজনের প্রথম এপিসোডে প্রযোজক করণ জোহর ও সহ-অভিনেতা বেদাং রায়নার সঙ্গে হাজির হচ্ছেন। বুধবার এপিসোডের নতুন প্রোমো প্রকাশ করেছে নেটফ্লিক্স।
রণবীরের সাথে বন্ধুত্ব হওয়ার বিষয়ে আলিয়া
প্রোমোর শুরুতে হোস্ট কপিল শর্মা করণকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি আলিয়াকে কী হিসাবে দেখেন? 'বন্ধু, মেয়ে নাকি পিসিমা?' উত্তরে আলিয়ার কপালে চুমু খেয়ে করণ বলেন, ‘ও আমার প্রথম মেয়ে।’ মহেশ ভাট কন্যাকে বলিউডে লঞ্চ করেছিলেন করণ। বরাবর ধর্ম কর্ণধার বলে এসেছেন আলিয়া তাঁর প্রথম সন্তান। যশ ও রুহির দিদি।
নির্মাতা আরও বলেন, ‘আমি অনেকের সম্পর্ক জুড়তে সাহায্য করেছি। তবে আমি এখনও সিঙ্গেল।’ ফুট কেটে কপিল বলেন- ময়রা কি মিষ্টি খায় নাকি? এরপর আলিয়াকে বলতে শোনা যায়, ‘আমি করণ সম্পর্কে একটি জিনিস শেয়ার করতে চাই- ওর একটা শক্তিশালী ষষ্ঠ ইন্দ্রিয় রয়েছে। যখন রণবীর আর আমার বন্ধুত্ব হল…।’ আলিয়ার কথা শেষ হওয়ার আগেই করণ বলে ওঠেন… ‘হ্যাঁ, শুধু বন্ধু’।
রণবীর নিয়ে আলিয়াকে কী বললেন কপিল?
প্রোমোর শেষের দিকে কপিলকে বেশ গম্ভীর দেখাল। এরপর আলিয়াকে কমেডিয়ান বলেন,'আমি আজ আপনাকে কিছু বলতে চাই। রণবীরের জীবনে একটা মেয়ে ছিল। আমি কি তাকে এখনই এখানে ডেকে আনব?' শুরুতে বেশ চমকে উঠেন আলিয়া! বিস্ময়ের সঙ্গেই বলেন, ‘আপনি কি ওঁকে এই শোতে ডাকবেন?’ এরপরই শাড়িতে ডাফলির পোশাক পরা অবস্থায় সুনীল গ্রোভারকে এন্ট্রি নিতে দেখা যায়। যা দেখে হাসিতে ফেটে পড়েন আলিয়া।
দেখুন প্রোমো:
পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন আলিয়া ও রণবীর। ওই বছর নভেম্বরেই কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। সেই মিষ্টি মেয়ের নাম রাখেন রাহা।
প্রসঙ্গত, ভাসান বালা পরিচালিত জিগরায় আলিয়া এবং তার ভাইয়ের মধ্যেকার বন্ধনকে তুলে ধরা হয়েছে। ছবিতে আলিয়ার ভাইয়ের ভূমিকায় রয়েছেন বেদাং রায়না। যিনি গত বছরের নেটফ্লিক্স চলচ্চিত্র দ্য আর্চিস দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন।