আলিয়া ভাট, অভিনয় দুনিয়া এই নামটির সঙ্গে বেশ পরিচিত। এই মুহূর্তে 'জিগরা' ছবির প্রস্তুতি নিচ্ছেন আলিয়া। তবে তারই মাঝে নিজের এক বড় ব্যাধির কথা জানালেন 'ভাট কন্যা'। কিন্তু কী হয়েছে আলিয়ার? জানা যাচ্ছে, ‘অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার’ (ADHD)-এ আক্রান্ত আলিয়া ভাট।
হ্যাঁ ঠিকই শুনছেন। আর এই বিষয়টি নিজেই জানিয়েছেন আলিয়া। অভিনেত্রী বলেন, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারের সমস্যা থাকার কারণ তিনি মেকআপ করার জন্যও ৪৫ মিনিটের বেশি সময় ব্যায় করতে পারেন না। আলিয়ার কথায়, ‘এমন কিছু কাজ হওয়া দরকার যা আপনি খুব দ্রুত শেষ করতে পারেন। আমার ADD আছে এবং তাই খুব বেশি সময় বিনিয়োগে আগ্রহ নেই। তাই এমন কিছু করতে হবে তা দ্রুত ঘটবে।’
আলিয়া ভাট বলেন, ‘আমার বিয়ের দিন, আমার মেকআপ আর্টিস্ট পুনীত (বি সাইনি) এর বলেছিলেন, আলিয়া, এবার তোমার আমাকে দুই ঘন্টা সময় দিতেই হবে। আমি ওকে বলি, আপনি তাহলে কাজটাই হারাবেন। কারণ, আমার বিয়ের দিন, আমি আপনাকে কখনও দুই ঘন্টা দেব না কারণ আমি আমার বিয়েটা উপভোগ করতে চাই।’ প্রসঙ্গত আলিয়া ২০২২-এর এপ্রিলে রণবীর কাপুরকে বিয়ে করেন।
কিন্তু এখন প্রশ্ন, এই অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার’ (ADHD)- ঠিক কী?
চিকিৎসকরা বলেন, 'ADHD হল মস্তিষ্কের এমন একটা অবস্থা যা শিশুর মধ্যে জন্ম থেকেই থাকে বা জন্মের পরপরই বিকশিত হয়। কিছু শিশুর প্রধানত মনোযোগ, একাগ্রতা এবং কাজগুলি সম্পূর্ণ করার ক্ষেত্রে সমস্যা হয়, কিছু শিশু অতিরিক্ত সক্রিয় এবং আবেগপ্রবণ। আর কিছু শিশুর উভয় সমস্যাই থাকে। চিকিৎসকরা এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে বাবাম- কিবা শিক্ষকদের কিছু প্রশ্নবলী এবং কিছু বিষয় পর্যবেক্ষণ করতে বলেন।
মনোযোগ-ঘাটতি/হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার (ADHD) হল এক ধরনের নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এই রোগে আক্রান্ত শিশুর সংখ্যা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তবে এক্ষেত্রে চিকিৎসকদের অনুমান, হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার ADHD ৫ থেকে ১৫% শিশুকে প্রভাবিত করে। বিশেষকরে এটা ছেলেদের ক্ষেত্রে দ্বিগুণ থাকে।