বাংলা নিউজ > বায়োস্কোপ > Alia Bhatt: গুরুতর রোগে আক্রান্ত, নিজের রোগ নিয়ে নিজেই মুখ খুললেন আলিয়া, কী হয়েছে তাঁর?

Alia Bhatt: গুরুতর রোগে আক্রান্ত, নিজের রোগ নিয়ে নিজেই মুখ খুললেন আলিয়া, কী হয়েছে তাঁর?

আলিয়া ভাট

চিকিৎসকরা বলেন, 'ADHD হল মস্তিষ্কের এমন একটা অবস্থা যা শিশুর মধ্যে জন্ম থেকেই থাকে বা জন্মের পরপরই বিকশিত হয়। কিছু শিশুর প্রধানত মনোযোগ, একাগ্রতা এবং কাজগুলি সম্পূর্ণ করার ক্ষেত্রে সমস্যা হয়, কিছু শিশু অতিরিক্ত সক্রিয় এবং আবেগপ্রবণ। আর কিছু শিশুর উভয় সমস্যাই থাকে।

আলিয়া ভাট, অভিনয় দুনিয়া এই নামটির সঙ্গে বেশ পরিচিত। এই মুহূর্তে 'জিগরা' ছবির প্রস্তুতি নিচ্ছেন আলিয়া। তবে তারই মাঝে নিজের এক বড় ব্যাধির কথা জানালেন 'ভাট কন্যা'। কিন্তু কী হয়েছে আলিয়ার? জানা যাচ্ছে, ‘অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার’ (ADHD)-এ আক্রান্ত আলিয়া ভাট।

হ্যাঁ ঠিকই শুনছেন। আর এই বিষয়টি নিজেই জানিয়েছেন আলিয়া। অভিনেত্রী বলেন, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারের সমস্যা থাকার কারণ তিনি মেকআপ করার জন্যও ৪৫ মিনিটের বেশি সময় ব্যায় করতে পারেন না। আলিয়ার কথায়, ‘এমন কিছু কাজ হওয়া দরকার যা আপনি খুব দ্রুত শেষ করতে পারেন। আমার ADD আছে এবং তাই খুব বেশি সময় বিনিয়োগে আগ্রহ নেই। তাই এমন কিছু করতে হবে তা দ্রুত ঘটবে।’

আলিয়া ভাট বলেন, ‘আমার বিয়ের দিন, আমার মেকআপ আর্টিস্ট পুনীত (বি সাইনি) এর বলেছিলেন, আলিয়া, এবার তোমার আমাকে দুই ঘন্টা সময় দিতেই হবে। আমি ওকে বলি, আপনি  তাহলে কাজটাই হারাবেন। কারণ, আমার বিয়ের দিন, আমি আপনাকে কখনও দুই ঘন্টা দেব না কারণ আমি আমার বিয়েটা উপভোগ করতে চাই।’ প্রসঙ্গত আলিয়া ২০২২-এর এপ্রিলে রণবীর কাপুরকে বিয়ে করেন।

আরও পড়ুন-বিয়ের পর ছবির পোস্টেরে 'বচ্চন' নয় 'ভাদুড়ী' পদবী ব্যবহার করেছিলেন জয়া, জেনে কী বলেছিলেন অমিতাভ?

কিন্তু এখন প্রশ্ন, এই অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার’ (ADHD)- ঠিক কী?

চিকিৎসকরা বলেন, 'ADHD হল মস্তিষ্কের এমন একটা অবস্থা যা শিশুর মধ্যে জন্ম থেকেই থাকে বা জন্মের পরপরই বিকশিত হয়। কিছু শিশুর প্রধানত মনোযোগ, একাগ্রতা এবং কাজগুলি সম্পূর্ণ করার ক্ষেত্রে সমস্যা হয়, কিছু শিশু অতিরিক্ত সক্রিয় এবং আবেগপ্রবণ। আর কিছু শিশুর উভয় সমস্যাই থাকে। চিকিৎসকরা এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে বাবাম- কিবা শিক্ষকদের কিছু প্রশ্নবলী এবং কিছু বিষয় পর্যবেক্ষণ করতে বলেন।

মনোযোগ-ঘাটতি/হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার (ADHD) হল এক ধরনের নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এই রোগে আক্রান্ত শিশুর সংখ্যা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তবে এক্ষেত্রে চিকিৎসকদের অনুমান, হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার ADHD ৫ থেকে ১৫% শিশুকে প্রভাবিত করে। বিশেষকরে এটা ছেলেদের ক্ষেত্রে দ্বিগুণ থাকে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

অস্কারের হাত ধরে লালহলুদে রবিনহো? দল ছাড়ার কথা জানালেন বসুন্ধরা কিংসের সভাপতি প্রশাসনের অনুমতি মেলেনি, অসমাপ্ত দুর্গার সামনেই ‘শোক’ পালন রানাঘাটে আর যেতে হবে না পার্লার, বাড়িতেই ট্রাই করুন এই নজরকাড়া নেল আর্ট বারুইপুর লাইনে সকালে ৯ স্পেশাল ট্রেন চলবে, শিয়ালদা উত্তরও পেল ২টি, রইল টাইমটেবিল অগ্নিদগ্ধ অন্তঃসত্ত্বার দেহ উদ্ধার বীরভূমে, গর্ভস্থ শিশুর মৃত্যু, তদন্তে পুলিশ T20I ব়্যাঙ্কিংয়ের সেরা দশে ঢুকলেন আর্শদীপ, অল-রাউন্ডারদের প্রথম তিনে হার্দিক পুজোয় ঘর সাজিয়ে তুলুন ডোকরার সৌন্দর্যে, লোকসংস্কৃতির ছোঁয়া থাক উৎসবে ‘নিজেকে আল পাচিনো ভাবতাম’, তার পরে কী হয়েছিল মিঠুনের সঙ্গে? জানালেন নিজেই আন্দোলনকারীদের রুখতে ধর্মতলায় চলন্ত বাস - লরির চাবি খুলে নিল কলকাতা পুলিশ কোয়েল মল্লিকের একটা ‘না’ গড়ে দেয় এই বলি নায়িকার কেরিয়ার, এখন জননেত্রী! চিনলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.