‘ব্রহ্মাস্ত্র’য়ের সফলতায় ভাসছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। শীঘ্রই দম্পতির জীবনে আসতে চলেছে নতুন অতিথি। বলিউডে কান পাতলে গুঞ্জন, চলতি মাসের শেষের দিকেই আলিয়ার বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন হবে।
পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, আলিয়া গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকের শেষ পর্যায়ে রয়েছেন। হবু দিদা এবং ঠাকুমা জুটি নীতু কাপুর এবং সোনি রাজদান আলিয়ার জন্য একটি শুধু মেয়েদের নিয়ে বেবি শাওয়ার হোস্ট করার পরিকল্পনা করছেন। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন হবে।
আলিয়ার বোন শাহিন ভাট, ননদ করিনা কাপুর খান, করিশ্মা কাপুর এবং বান্ধবী আকাঙ্খা রঞ্জন, অনুষ্কা রঞ্জন সহ আরও অনেকে এই দিনটিতে একসঙ্গে জড়ো হবেন। নভ্যা নভেলি নন্দা, শ্বেতা বচ্চন, আরতি শেট্টি এবং আলিয়া ভাটের ছোটবেলার বন্ধুরাও এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা যাচ্ছে। আরও পড়ুন: শাহরুখ হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইয়ে এসেছিলেন স্বরা! সঙ্গে ছিল বেডিংপত্র-ট্রাঙ্ক
২০২২ সালের জুন মাসে নিজের অন্তঃসত্ত্বা কথা জানিয়েছিলেন আলিয়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করেছিলেন তিনি। স্বামী রণবীরের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আমাদের সন্তান শীঘ্রই আসছে।’ আরও পড়ুন: ওটিটির জগতে পা রাখলেন জুহি চ্যাওলা! কোন রহস্য লুকিয়ে ‘হাশ হাশ’-এর ট্রেলারে?
এর আগে এক সাক্ষাৎকারে আলিয়াকে প্রশ্ন করা হয়েছিল, অন্তঃসত্ত্বা অবস্থায় কীভাবে নিজের কাজগুলির সামাল দিচ্ছেন তিনি? অভিনেত্রী বলেছিলেন, ‘কাজ আমাকে শান্তি দেয়, অভিনয় আমার নেশা। আপনি যদি ফিট এবং স্বাস্থ্যবান হন তবে গর্ভাবস্থায় আপনার বিশ্রামের দরকার নেই। এটি আমার মন, আমার অন্তর সবকিছুকে সজীব রাখে এবং চার্জ করে।’