শুক্রবার মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ‘ডার্লিংস’। অন্তঃসত্ত্বা অবস্থায়ই নিজের প্রযোজনায় প্রথম ছবির চুটিয়ে প্রচার করেছেন আলিয়া। প্রচারের কাজে ছুটে বেড়িয়েছেন মায়ানগরীর এ প্রান্ত থেকে অন্য প্রান্ত। প্রচারে বিন্দুমাত্র ফাঁক রাখেননি তিনি।
ছবি মুক্তির পর থেকেই নেটমাধ্যমে দারুণ প্রশংসা কুড়িয়েছেন আলিয়া। যদিও এসবের মধ্যে ‘বয়কট’-এর দাবি উঠেছিল টুইটারে। অভিযোগ, পুরুষদের প্রতি গার্হস্থ্য হিংসাকে প্রশ্রয় দিয়েছেন তিনি। ‘ডার্লিংস’ ছবি দিয়েই প্রযোজক হিসেবে ডেবিউ আলিয়ার। গৌরী খান এবং গৌরব ভার্মার সঙ্গে যৌথ প্রযোজনায় তৈরি করেছেন এই ছবি। আলিয়া শুধু ডার্লিংস-এর প্রযোজকই নন, তিনি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন।
‘ডার্লিংস’ নারীর প্রতি গার্হস্থ্য সহিংসতার বিষয়টি তুলে ধরেছে। ছবিতে বদরু চরিত্রে একজন গৃহবধূর ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া। যে একজন অত্যাচারী স্বামীর সঙ্গে থাকে। হামজা-র চরিত্রে অভিনয় করেছেন বিজয় ভার্মা। বদরু মনে করে তাঁর স্বামী মদ্যপানের অভ্যাস ছেড়ে দিলে তাঁর সঙ্গে অপব্যবহার করা বন্ধ করবে। মা হিসাবে শেফালি শাহ মেয়ে বদরুকে হামজাকে হত্যা করার পরামর্শ দেন।
শাহরুখ সম্প্রতি ছবিটি দেখেছেন এবং টুইট করেছেন, 'গত কয়েকদিন ধরে পরপর কাজ করছি…. তাই আমার প্রিয় অতীতের সময়টা কাটানো প্রয়োজন। 'আমার নিজের ব্যক্তির ভালোবাসা' এবং নিজেকে প্যাম্পার করার জন্য প্রভুজির সঙ্গে দিনটা কাটাতে চাই। থামস আপ এবং #ডার্লিংস।'
‘ডার্লিংস’ দেখে শাহরুখের কী প্রতিক্রিয়া ছিল, আলিয়াকে জিজ্ঞেস করা হলে বলিউড বাবলকে তিনি বলেন, 'শাহরুখ এটা দেখেছে এবং সে আমার সঙ্গে সেই ডার্লিংস সম্পর্কে কথা বলেছেন 'ধন্যবাদ তোমার এমন সুন্দর ছবিগুলির জন্য'। তিনি যোগ করেছেন গৌরী খান, সুহানা এবং আরিয়ানও তাঁর সিনেমা দেখেছেন। আলিয়া বলেন, ‘তারা সবাই এটা পছন্দ করেছে। সবাই এটা দেখেছে। সবাই খুব সহৃদয়। সুহানা (খান) দু’বার দেখেছেন। দ্বিতীয়বার সে যখন দেখেছিল আমার মনে হয়েছিল 'সাহস আছে তোমার মধ্যে দ্বিতীয়বার এটি দেখার জন্য'।
নিজের ছবি প্রসঙ্গে আলিয়া বলেন, ‘নিজের প্রশংসা কীভাবে করব? কিন্তু ওঁরা এটা উপভোগ করেছে। ওর খুব খুশি। সহৃদয় এবং প্রশংসা করেছে। সত্যিই পছন্দ হয়েছে ওঁদের।’ আলিয়া ভাট ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শেফালি শাহ ও বিজয় ভার্মাকে। এই ছবি দিয়েই পরিচালক হিসেবে ডেবিউ করবেন জসমিত কে রীন। OTT প্ল্যাটফর্ম Netflix-এ স্ট্রিমিং হচ্ছে এই ছবি।