Alia Bhatt's pregnancy fashion: রণবীর-আলিয়ার কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। একনজরে দেখে নিন নায়িকার প্রেগন্যান্সি ফ্য়াশন-
1/6সদ্য মা হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে মেয়ের জন্ম দেন আলিয়া। শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী। নতুন মা কিন্তু আগাগোরাই ভীষণ ফ্য়াশন সচেতন। অন্তঃসত্ত্বা অবস্থায়ও ফ্য়াশনেবল পোশাকে বাজিমাত করেছেন এই বলি সুন্দরী। এক নজরে দেখে নিন আলিয়ার প্রেগন্য়ান্সি ফ্য়াশন-
2/6'টাইম' ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন আলিয়া। পুরস্কার গ্রহণের সময় ব্রোঞ্জ এবং সোনালী রঙের এই ডিপ নেপ গাউনে ধরা দেন অভিনেত্রী। তাঁর ফ্য়াশনে মন্ত্রমুগ্ধ ছিল সকলে। এই পোশাকে অনেকটা ‘গ্রীক দেবী’র মতো দেখাচ্ছিল আলিয়াকে।
3/6কমলা রঙের বডিকন এবং উরু-চেরা পোশাকে নিজের বেবি বাম্প ফ্লন্ট করছেন অভিনেত্রী। স্বামী তথা সহ অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিংয়ের সময় এই পোশাকে দেখা মেলে অভিনেত্রীর।
4/6বডিকন পোাকে আলিয়া ভাটের আরেকটি লুক। ব্র্যালেটের সঙ্গে বাদামী ফক্স টাই ডিটেইল মিনি ড্রেসটি পরেছিলেন। গায়ে কোনও গয়না পরেননি। খুব অল্প মেকআপে ধরা দিয়েছিলেন।
5/6উজ্জ্বল হলুদ স্লিভলেস মিনি ড্রেসে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। তবে এই বেলুন পোশাকে তাঁর বেবি বাম্প একদমই বোঝা যায়নি।
6/6আবু জানি সন্দীপ খোসলার লুকে আলিয়া ভাট। অভিনেত্রীর গর্ভাবস্থার ফ্যাশন এই রানি রঙের ঘাঘরা ছাড়া অসম্পূর্ণ। ব্রহ্মাস্ত্রের প্রচারের সময় এই পোশাকে ধরা দিয়েছেন অভিনেত্রী। তাঁর পোশাকে পিঠের উপর লেখা ছিল 'বেবি অন বোর্ড'।