করোনা সংকটের জেরে তালাবন্ধ সিনেমাহল। অদূর ভবিষ্যতে থিয়েটার খোলবার আশার আলো দেখছেন না প্রযোজক মুকেশ ভাট। তাই এখন ছবি মুক্তির একমাত্র রাস্তা ডিজিটাল প্ল্যাটফর্ম। রবিবার সড়ক টু-র পরিচালক নিশ্চিত করলেন থিয়েটারে মুক্তির জন্য অপেক্ষা নয়, বরং সরাসরি ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাবে পরিচালক মহেশ ভাটের কামব্যাক ফিল্ম সড়ক টু। ১০ জুলাই থিয়েটারে মুক্তির দিন নির্দিষ্ট ছিল এই ছবির।
এই ছবিতেই প্রথমবার বাবার পরিচালনায় কাজ করেছেন আলিয়া ভাট। সংবাদ সংস্থা পিটিআইকে মুকেশ ভাট জানান, প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,কমবার কোনও লক্ষণ নেই। এই অবস্থায় কী করে থিয়েটার খুলবে? আর যদি খুলেও যায়,সড়ক টু মুক্তিও পায় তাহলে মানুষ কি সেটা দেখতে আসবেন? মানুষকে নিজের পরিবারের সুরক্ষার কথা মাথায় রাখতে হবে। জীবনের দাম বেশি'।
মহেশ ভাট পরিচালিত, পূজা ভাট ও সঞ্জয় দত্ত অভিনীত সড়ক (১৯৯১) ছবির সিক্যুয়েল এই ফিল্ম। বড় পর্দার জন্যও বানানো হয়েছিল এই স্বপ্নের ছবি,তবে টিকে থাকতে গেলে এখন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির বাইরে কোনও উপায় দেখছেন না প্রযোজক মুকেশ ভাট। ‘আমি বাধ্য হচ্ছি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দিতে, কারণ ভবিষ্যতে কোনও আশার আলো দেখছি না। এটাই এখন একমাত্র পথ, আর কোনও রাস্তা খোলা নেই’, জানান মুকেশ ভাট।
করোনা সংকটে ইতিমধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অমিতাভ-আয়ু্ষ্মানের গুলাবো-সিতাবো। এছাড়াও OTT প্ল্যাটফল্মে আনুষ্ঠানিক মু্ক্তির ঘোষণা হয়ে গিয়েছে- বিদ্যা বালানের শকুন্তলা দেবী (আমাজন প্রাইম), জাহ্নবী কাপুরের গুঞ্জন সাক্সেনা..দ্য কার্গিল গার্ল (নেটফ্লিক্স) এবং প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার ( ডিজনি প্লাস হটস্টার)। ঘোষণার অপেক্ষায় রয়েছে আরও বেশ কিছু বিগ বাজেট বলিউড ছবির।
কোনও প্ল্যাটফর্মে মুক্তি পাবে সড়ক টু? আনুষ্ঠানিক ঘোষণা না করলেও,খুব সম্ভবত ডিজনি প্লাস হটস্টারের মুক্তি পাবে বিশেষ ফিল্মস এবং ফক্স স্টার স্টুডিও প্রযোজিত এই ছবি। সড়ক টুয়ের সঙ্গে দীর্ঘ ২১ বছর পর পরিচালনায় ফিরলেন মহেশ ভাট। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন মহেশে দুই কন্যা পূজা ভাট,আলিয়া ভাট এবং সঞ্জয় দত্ত ও আদিত্য রায় কাপুর।
মুকেশ ভাট জানিয়েছেন ছবির পোস্ট প্রোডাকশনের কাজ দ্রুত গতিতে চলছে, এখনও ছবির দুদিনের শ্যুটিং বাকি রয়েছে। জুলাইয়ের শুরুতেই সেই শ্যুটিং পর্ব সেরে ফেলবার পরিকল্পনা রয়েছে তাঁদের।