বাংলা নিউজ > বায়োস্কোপ > Alia Bhatt: প্রেগন্যান্সি ফ্যাট কমানো কি চাট্টিখানি কথা! উলটো হয়ে ঝুলছেন আলিয়া, দেখুন ভিডিয়ো

Alia Bhatt: প্রেগন্যান্সি ফ্যাট কমানো কি চাট্টিখানি কথা! উলটো হয়ে ঝুলছেন আলিয়া, দেখুন ভিডিয়ো

যোগায় ব্যস্ত নতুন মাম্মা আলিয়া ভাট। 

নভেম্বরেই মেয়ের মা হয়েছেন আলিয়া ভাট। এখন গর্ভাবস্থার মেদ কমিয়ে কাজে ফেরার অপেক্ষা। অভিনেত্রীর যোগা করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

২০২১ সালে অনেক কিছু এসেছে আলিয়া ভাটের ঝুলিতে। এপ্রিল মাসে বিয়ে করেন পাঁচ বছরের পুরনো প্রেমিক রণবীর কাপুরকে। এমনকী প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এ কাজ করেন। তারপর উপহার দেন দর্শকদের ২০২২ সালের সবচেয়ে উপার্জিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। নভেম্বরে মা হন রণবীরের সন্তানের।

আপাতত কাজে ফিরতে নিজেকে প্রস্তুত করছেন নতুন মাম্মা আলিয়া। বেবি রাহার যত্ন নেওয়ার পাশাপাশি শুরু করেছেন শরীরচর্চাও। আলিয়া বরাবরই যোগা-প্রেমী। আর পোস্ট প্রেগন্যান্সি ফ্যাট ঝরাতে তাই যোগাকেই বেছে নিয়েছেন। সম্প্রতি আলিয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে মাথা নীচে পা উপরে দিয়ে ঝুলতে দেখা গেল তাঁকে। আর ভিডিয়োই বলে দিচ্ছে এই যোগায় এক্কেবারে প্রো তিনি।

২৪ নভেম্বর প্রথমবার নিজের পুরো পরিবারের ছবি শেয়ার করেছিলেন আলিয়া। যেখানে তিনি ও রণবীর দুজনেই দেখছে তাঁদের মেয়েকে। পিছনে বার্সেলোনার জার্সিতে লেখা রয়েছে ‘রাহা’। এই ছবির ক্যাপশনে নায়িকা লেখেন, ‘রাহা নামটি বেছেছেন তাঁর অভিজ্ঞ এবং মিষ্টি দাদি (ঠাকুমা)। রাহার আক্ষরিক অর্থ হল ‘স্বর্গীয় পথ’। তবে সহিলি (Swahili) ভাষায় এই নামের অর্থ আনন্দ, সংস্কৃতে এর অর্থ বংশ আর বাংলায় রাহা নামের অর্থ বিশ্রাম, আরাম, ত্রাণ। আরবি ভাষায় এর অর্থ শান্তি, অথবা আনন্দ, মুক্তি এবং সুখ…।’

এরপর আলিয়াকে দেখা যাবে রণবীর সিং-এর সঙ্গে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায়। পুরো সিনেমার শ্যুট হয়ে গেলেও একটা গানের কাজ শুধু বাকি। হাতে রয়েছে ফারহান আখতারের ‘জি লে জারা’, যাতে তাঁর সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়াকে।

বন্ধ করুন