সদ্যই মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ছবি জিগরা। বক্স অফিসে মোটের উপর ভালো সংখ্যা দিয়েই খাতা খুলেছে এই ছবি। আর তারই মাঝে এক অজানা কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। জানালেন রান চরণ তাঁর মেয়ের নামে হাতি পুষছেন!
আরও পড়ুন: অষ্টমীতে অনিকেত-স্নিগ্ধাদের নামে পুজো দেবীকে! নিমেষে ভাইরাল ছবি
কী জানিয়েছেন আলিয়া?
RRR ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সেই থেকেই রাম চরণের সঙ্গে দারুণ বন্ধুত্ব আলিয়া ভাটের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনীত জানিয়েছেন তাঁর সেই বন্ধুই তাঁর জন্য একটি বিশেষ কাজ করেছেন যা দেখে তিনি ভীষণই খুশি। ভালো লেগেছে। কী? রাহার জন্মের পর এম চরণ তাঁর বাড়িতে একটি হাতি পাঠান। আর সেটা দেখেই মুগ্ধ হন আলিয়া। তিনি এই বিষয়ে স্মৃতি হাতড়ে বলেন তিনি যখন জানতে পারেন বা তাঁকে যখন জানানো জয় যে রাম চরণ রাহার জন্ম উপলক্ষ্যে হাতি পাঠিয়েছেন তিনি বিশ্বাস করতে পারেননি, বিশ্বাস করতে পারেননি যে তাঁর বাড়িতে একটা আস্ত হাতি হেঁটে চলে ঘুরে বেড়াবে। তবে এখানেই ছিল চমক।
রাম চরণ যে হাতিটি আলিয়াকে পাঠিয়েছিলেন সেটা সত্যিকারের হাতি নয়। কাঠের হাতি ছিল। কিন্তু অভিনেতা নিজে সত্যিই একটি বন্য হাতিকে অ্যাডপ্ট করেছিলেন রাহার নামে। রাম চরণের এই কাজটা আলিয়ার খুব ভালো লেগেছিল।
তবে যে কাঠের হাতি রাম চরণ পাঠিয়েছিলেন সেটা এখনও কাপুর বাড়ির পাঁচ তলায় খাবার জায়গায় রাখা আছেন সেটার নাম এলি দেওয়া হয়েছে বলেও আলিয়া জানান। রাহা নাকি সেটা চড়তে দারুণ ভালোবাসে।
আলিয়া আরও জানান যখন তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন তখন তাঁদের সম্পর্ক খুব একটা গড়ে ওঠেনি কারণ খুব ব্যস্ত শিডিউল থাকত। কিন্তু ছবিটি প্রচার করতে গিয়ে তাঁদের মধ্যে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে। সুসম্পর্ক তৈরি হয়।
আলিয়াকে বর্তমানে জিগরা ছবিতে দেখা যাচ্ছে। ১১ অক্টোবর মুক্তি পেয়েছে ছবিটি। প্রথমদিন বক্স অফিসে এটি ৪ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। আগামীতে আলিয়া ভাটকে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার ছবিতে দেখা যাবে রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে।