আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরই বড় পর্দায় মুক্তি পাবে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। বর্তমানে তাই আলিয়া ভীষণই ব্যস্ত এই ছবির প্রচারের জন্য। কখনও দিল্লি কখনও কলকাতা তো কখনও অন্যত্র ছুটে বেড়াতে হচ্ছে তাঁকে। কিন্তু যতই কাজের ব্যস্ততা থাক মেয়েকে কিন্তু মোটেই বেশিক্ষণ নিজের থেকে দূরে রাখছেন না তিনি। ভগ ম্যাগাজিনকে দেওয়া একটা সাক্ষাৎকারে জানালেন মেয়ের জন্য কী কী করেন তিনি।
গত বছর এপ্রিলে রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া। নভেম্বরে তাঁদের কোল জুড়ে আসে তাঁদের মেয়ে, রাহা। মেয়ে হওয়ার পর থেকেই তিনি অভিনয় থেকে একটা সাময়িক বিরতি নেন। পুরো সময়টাই তিনি তাঁর মেয়েকে দিতে চেয়েছিলেন। কেবল মাঝে তাঁর আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র গান ‘তুম কেয়া মিলে’র শুটিং করেছিলেন। বাকি নিজের গোটা সময়টাই মেয়েকে দিয়েছেন বা দিচ্ছেন তিনি। আগামী ২৮ জুলাই অর্থাৎ আগামীকাল মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবিটি। এখানে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর সিং।
এদিন ছবির প্রচারে এসে মেয়ের প্রসঙ্গে কথা বললেন তিনি। ভগ ইন্ডিয়াকে দেওয়া এই সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয় তাঁর হ্যান্ডব্যাগে কী আছে? জানালেন তিনি এখন মাঝে মধ্যেই মেয়েকে নিয়ে বাইরে বেরোচ্ছেন। তাই এখানে তারই সব সামগ্রী থাকছে।। কথা প্রসঙ্গে আলিয়া বলেন, 'আমি যখন মুম্বই থেকে লন্ডন গেলাম তখন সেখানে কিছুই ছিল না কেবল আমার পাসপোর্ট ছাড়া। আর অন্যান্য সময় ওর ন্যাপকিন, লালাপোষ, মোজা, জামা, খেলনা, একটা ছোট বই এসবই থাকে। আমি তখনই বলেছিলাম এটা আর আমার ব্যাগ নেই, এটা রাহার ব্যাগ হয়ে গেছে।'
আরও পড়ুন: মেয়ের বয়স সবে ৮ মাস! অভিনয় নয়, রাহার পেশা ঠিক করে ফেলেছেন আলিয়া, দেখুন ভিডিয়ো
আর কী কী ছিল ওঁর ব্যাগে? সেই ভিডিয়োতে দেখা যায় একটি ব্লুটুথ ডঙ্গল, সানগ্লাস, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, চুল বাঁধার গার্ডার, লিপ বাম, লিপস্টিক, আই ড্রপ, রণবীরের দেওয়া একটি ব্রেসলেট, একটা কিন্ডেল এবং একটা আই মাস্ক। এত জিনিস থাকে তাঁর ব্যাগে? এই বিষয়ে আলিয়া বলেন, 'আমি সব কিছুই ভুলে যায়, ঘেঁটে ফেলি। তাই আমি আমার সঙ্গেই সব কিছু ক্যারি করি।'